মঙ্গলবার সকাল থেকে পরিষ্কার আকাশ দক্ষিণ ২৪ পরগনা জেলায়
- ফ্যাক্ট ফাইল | Feb 27, 2024
নিজস্ব প্রতিনিধি , জেলার বার্তা ডেস্ক;- বৃষ্টির ধাক্কায় নামল পারদ, ভরা বসন্তেই ফিরল শীত! বঙ্গ জুড়ে বসন্তের মরসুম, তাও বাধ সাধছে বৃষ্টি। পূর্বাভাস মিলিয়ে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের নানা জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। ফলে পারদও নেমেছে কিছুটা।
নিজস্ব চিত্র
মঙ্গলবার পূর্বাভাসেও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। বসন্তের মাঝামাঝি এসেও রবিবার থেকে সোমবার, নেমেছে তাপমাত্রা। মঙ্গলবারও একই তাপমাত্রা বজায় থাকবে।
একই ভাবে বুধবারও ভিজতে পারে জেলাগুলি। মাঝে মঙ্গলবার বৃষ্টি হতে পারে পশ্চিমের পুরুলিয়া এবং ঝাড়গ্রামে।
বুধবারের পর থেকে রাজ্যে শুকনো আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির সম্ভাবনা কম। মঙ্গলবার সামান্য বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে।
উত্তরের বাকি জেলায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া সেখানেও শুকনো থাকবে।27/02/2024 দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে থাকবে আংশিক মেঘলা আকাশ। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে 13 শতা়ংশ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন 22 ডিগ্রী সেলসিয়াস। ঘন্টায় 8 কিলোমিটার বেগে বাতাস বইছে ।রিউরো রিপোর্ট ।জেলার বার্তা।