খবরের জন্য

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


ম্যানগ্রোভ প্লান্টেশন এর উদ্বোধন করলেন বেসরকারি সংগঠন

  • ফ্যাক্ট ফাইল | Feb 26, 2024

নিজস্ব প্রতিনিধি , জেলার বার্তা ডেস্ক ;- সাগরে জার্মান সংস্থা ইন্ডিয়ান হ্যাল্পের ম্যানগ্রোভ প্লান্টেশনের উদ্বোধন।দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগর কৃষ্ণপুর গ্রামে সবুজ সংঘের উদ্যোগে জার্মান সংস্থা ইন্ডিয়ান হেল্পের আর্থিক সহায়তায় ম্যানগ্রো প্লান্টেশনের শুভ উদ্বোধন হলো।উদ্বোধন করলেন সবুজ সংঘের ডিরেক্টর অংশুমান দাস। এই অনুষ্ঠানে স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা শপথ গ্রহণ করেন যে আগামী দিনে সাগরদ্বীপের নদী বাঁধের ভাঙ্গন রোধের জন্য তারা এই ম্যানগ্রোভ চারা রক্ষণাবেক্ষণ মাধ্যমে বড় করে নদীর চরে রোপন করবে।

                                  নিজস্ব চিত্র 

সবুজ সংঘের ডিরেক্টর ও সম্পাদক মাননীয় অংশুমান দাস মহাশয় বলেন যে সবুজ সংঘ নিরন্তর ভাবে তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করবেন যাতে করে এ নদী বাঁধ প্রাকৃতিক উপায়ে রক্ষা করা যায়, জার্মান প্রতিনিধি মিসেস এলিজাবেথ বলেন তারা অত্যন্ত আনন্দিত এবং উৎসাহিত যেভাবে স্থানীয় মানুষের সহযোগিতায় এবং সবুজ সংঘের উদ্যোগে ইতিমধ্যে বহু ম্যানগ্রোভেদ চারা রোপন হয়ে গেছে ভবিষ্যতে তারা সবদিক থেকে সবুজ সংঘের সাথে সুন্নিবির সম্পর্ক রেখে কাজ করে যাবে।