বাঘের আক্রমণে নিহত মৎস্যজীবী ঝড়খালিতে।
- ফ্যাক্ট ফাইল | Feb 26, 2024
নিজস্ব প্রতিনিধি , জেলার বার্তা ডেস্ক ;- বাঘের আক্রমণে নিহত মৎস্যজীবী ঝড়খালিতে।গোপাল শীল। দক্ষিণ ২৪ পরগনা ।দক্ষিণ 24 পরগনার ঝড়খালি এলাকায় হরিপদ দাস বয়স ৪৯ এর বাঘের আক্রমণে নিহত হয়েছেন।
নিজস্ব চিত্র
স্থানীয় বাসিন্দা সূত্রে খবর হরিপদ দাস তার দুই বন্ধুকে নিয়ে শুক্রবার মাছ ধরতে যায় সুন্দরবনের গভীর জঙ্গলে সকাল থেকে লেগে পড়ে মাছ ধরার কাজে ঠিকঠাক মতো নদীতে জাল ফেলা হলেও কিন্তু জাল তোলা আর হলো না হরিপদ। ঠিক জাল তোলার সময় রবিবার বিকালের দিকে জঙ্গল থেকে এক লাফ দিয়ে হরিপদ ঘাড়ে আক্রমণ করে প্রায় আধাঘন্টা বাঘ আর মানুষের খন্ড যুদ্ধ। তাৎক্ষণিক তার দুই সঙ্গি লাঠি সোটা নিয়ে বাঘ কে আক্রমণ করতে গেলে। অবশেষে বাঘ ফিরে গেল জঙ্গলে। কিন্তু হরিপদ আর জীবনে বেঁচে ফিরল না ঘটনাস্থলে মারা যান হরিপদ। রবিবার ভোররাতে দুই বন্ধু মিলে হরিপদ নিথর দেহটা নিয়ে আসে। তড়িঘড়ি স্থানীয় প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে বাসন্তী হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে আসা হয় হরিপদ মৃতদেহ।