
মঙ্গলবার পর্যন্ত বঙ্গে বৃষ্টির পূর্বাভাস
- ফ্যাক্ট ফাইল | Feb 26, 2024
নিজস্ব প্রতিনিধি , জেলার বার্তা ডেস্ক ;- মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বঙ্গে। বুধবারে পর থেকে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে। 30 ডিগ্রির ঘরে তাপমাত্রা চলে যেতে পারে অনুমান করছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের তরফ জানানো হয়েছে বঙ্গপোসাগর থেকে জলীয় বাষ্প আসার জন্য 25শে ফেব্রুয়ারি রবিবার থেকে এর রেশ শুরু হয়েছে।
নিজস্ব চিত্র
বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে।বাকি জেলায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা। সোমবার বৃষ্টির পরিমান কমবে। 27শে ফেব্রুয়ারি আবার বৃষ্টির সম্ভাবনা দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম জেলাতে।ওই দিনিই বাকি জেলায় ছিটে ফোটা বৃষ্টি হতে পারে। মেঘলা হওয়ার জন্য দিনের তাপমাত্রা স্বাভাবিক এর থেকে 2ডিগ্রি কম থাকবে।
26/02/2024 দক্ষিণ 24শে পরগনা জেলায় দিনের তাপমাত্রা 25শে এর আশেপাশে থাকবে ও হালকা বৃষ্টি র সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে 78শতা়শ।27শে ফেব্রুয়ারি মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা।উত্তরবঙ্গে মালদা ও দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা। 28শে ফেব্রুয়ারির পর থেকে মেঘলা ওয়েদার কেটে গেলে আবার তাপমাত্রা বাড়বে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই আগামী বুধবারের পর থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। বিউরো রিপোর্ট ।জেলার বার্তা।