ভগ্ন প্রায় কাঠের সেতু অভিযোগ এলাকা বাসি
- ফ্যাক্ট ফাইল | Feb 19, 2024
নিজস্ব প্রতিনিধি , জেলার বার্তা ডেস্ক - ভগ্ন ব্রিজের দশা দেখে আতঙ্কিত হচ্ছে মানুষ। তিন বছর ধরে সন্ধ্যার পর চলাচল বন্ধ।,দিনের ব আলো ফুটলে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। যার জেরে ক্ষুব বাসিন্দারা।
দক্ষিণ 24 পরগনার কুলপি ব্লকের বাবুর মহল গ্রাম পঞ্চায়েতের তারাচাঁদপুর গ্রামের ঝিংড়া খাল। এই খালের উপর কাঠের ব্রিজ। বাবুর মহল গ্রাম পঞ্চায়েত ও কেওড়াতলা গ্রাম পঞ্চায়েতের একমাত্র যোগাযোগের মাধ্যম দীর্ঘদিনের কাঠের ব্রিজ। ১২০ ফুটের দীর্ঘ এই কাঠের সেতুটির একদিক থেকে অন্য দিকে যেতে যেখানে তিরিশ সেকেন্ড সময় লাগে। এখন সেই জায়গাটায় ঘুরে আসতে হয় ৪ কিলোমিটার রাস্তা বেড় দিয়ে। ব্রিজটিতে দিনের বেলা গুটিকয়েক মানুষ অতি কষ্টে চললেও । সন্ধ্যার পর চলাচল একেবারে বন্ধ।অভিযোগ এলাকাবাসীর।
নিজস্ব চিত্র
তিন বছর ধরে কোথাও এক ফুট কোথাও আবার দু ফুট,তিন ফুট ভাঙা।কোন কাট ওঠা। ব্রিজের দুদিকে রেলিং গুলো ভেঙে গেছে। দুদিকের কাটগুলো এতটাই দুর্বল ভুলবশত সেখানে পা পড়লে চলে যেতে হবে খালের জলে। ব্রিজের হাড়গোড় বেরিয়ে পড়েছে।এমনিভাবে বহু দুর্ঘটনার কবলে পড়েছে মানুষ। ভ্যান অটো টোটো তো দূরের কথা কোন রোগী থেকে আরম্ভ করে স্কুলের ছাত্র-ছাত্রীরা একা সাহস করে যেতে পারে না।
দীর্ঘদিনের মানুষের দাবি ছিল বৃষ্টি সংস্করণের । বিডিও এসডিওর কাছে জানিয়ে আজও সুরাও হয়নি বলে অভিযোগ। যাতায়াত সমস্যা এই এলাকার মানুষদের কাছে বড় যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে।
মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে উপ সমিতি গঠন ঘিরে।আটকে রেখেছেন কাজ।তাই তারা সংস্কারের কাজে হাত দিতে পারছেন না।বলে অভিযোগ
যাতায়াতের সুব্যবস্থা যে কবে পরিপূর্ণ হবে? অপেক্ষায়? প্রত্তন্ত এলাকার মানুষের। বিউরো রিপোর্ট। জেলার বার্তা।