খবরের জন্য

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


সোমবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে।

  • ফ্যাক্ট ফাইল | Feb 19, 2024

নিজস্ব প্রতিনিধি , জেলার বার্তা ডেস্ক - মরশুমের শেষ লগ্নে শীতের আমেজ। সকালে কুয়াশার সম্ভাবনা। পরে পরিষ্কার আকাশ। আজ থেকে ক্রমশ চড়বে পারদ। আগামী ৪-৫ দিনে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে।কার্যত শীতের বিদায়। এবার বসন্তের হাওয়া বাংলায়।

                                নিজস্ব চিত্র 

পশ্চিমের জেলায় এখনও কিছুটা শীতের আমেজ রয়েছে। আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টি হতে পারে বুধ ও বৃহস্পতিবার। নদীয়া, মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় হবে বৃষ্টি। বজ্রবিদ্যুত্-সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করল হাওয়া অফিস।
উত্তরবঙ্গে এখনও কিছুটা শীতের আমেজ থাকবে। দার্জিলিং ছাড়া আর কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ২০শে ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে ফের দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায় আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টির পূর্বাভাস।
18/02/2024 সোমবার সকালে দক্ষিণ 24 পরগনা জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে এক ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ। বিউরো রিপোর্ট। জেলার বার্তা।