খবরের জন্য

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


বাঁধের দাবি, সাগর বাসির।

  • ফ্যাক্ট ফাইল | Feb 17, 2024

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - সদ্য গঙ্গাসাগরের মেলা শেষ হয়েছে। তারপরই রাজ্য সরকার বাজেট পেশ করে জানিয়েছেন মুড়িগঙ্গা নদীর উপরে হবে গঙ্গা সেতু । বারোশো কোটি টাকা ব্যয়ে, নির্মিত হবে সেতু। যা শুনে খুশির হাওয়া বইছে গঙ্গাসাগর বাসীদের মধ্য।গঙ্গাসাগর বাসীদের কাছে এখন সবচেয়ে ভয়ংকর অবস্থা কপিল মুনির মন্দির। বাঁধ ভাঙতে ভাঙতে আজ মন্দিরের কাছে নোনা জল এসেছে বলে অভিযোগ এলাকাবাসীর।

                                নিজস্ব চিত্র

গঙ্গাসাগর মেলার আগে ১৪ কোটি টাকা ব্যয় কপিলমুনি মন্দিরের ঢিল ছড়া দূরত্বে ভাঙ্গন এলাকায় ভাঙ্গন রোধের আপ্রাণ চেষ্টা করা হয়েছে। ফেলা হয়েছে বড় বড় বোল্ডার।এলাকাটি পাইলিন বাঁধ দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এতকিছুর পরেও কোনোভাবেই ভাঙ্গন রোধ করা যাচ্ছে না। এটাকে ঘিরে বিগত কয়েক বছর আগে রাজ্য সরকারের চিন্তা ভাবনা ছিল ভোর সাগর, ঢেউ সাগর, এবং রূপসাগর রুপ দেওয়ার। ভাঙ্গনের কবলে পড়ে এসে স্বপ্ন আজ দুঃস্বপ্নের পরিণত হয়েছে। প্রকৃতির গ্রাসে যেন আজ এগুলো হারিয়ে যাচ্ছে।ভাঙতে ভাঙতে কপিলমুনি মন্দিরের দিকে এগিয়ে আসছে বঙ্গোপসাগরের নোনা জল।
এলাকার গাড়ি চালক থেকে তীর্থযাত্রীদের একটাই প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা যদি সত্যি হয়
তিন বছরের মধ্যে ব্রিজ ! ততদিন হয় তো কপিল মুনির মন্দির থাকবে না। যদি না বাঁধ ঠিক মতন হয়। যত দিন যাচ্ছে সমুদ্রের করাল গ্রাসে তলিয়ে যাবার পরিস্থিতি হচ্ছে কপিলমুনি মেলা প্রাঙ্গণ। নতুন ব্রিজের মতন যদি স্থায়ীবাঁধ হয়। এটাই এখন লাক টাকার প্রশ্ন!
তবে এ বিষয়ে গঙ্গাসাগর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি স্বপন প্রধান জানিয়েছেন শান্তনু পুরকাইতে রিপোর্ট ।জেলার বার্তা।