খবরের জন্য

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


গায়েব শীতের আমেজ।

  • ফ্যাক্ট ফাইল | Feb 16, 2024

নিজস্ব প্রতিনিধি , জেলার বার্তা ডেস্ক  -
গায়েব শীতের আমেজ। ভোরের দিকে শিরশিরানি অনুভূত হলেও, বেলা গড়ালেই আবহাওয়ার পরিবর্তন।
শুক্রবার থেকে রাজ্যের মাত্র একটি জেলায় বৃষ্টি হবে। আগামী সোমবার পর্যন্ত রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টি চলবে। তবে হাওয়া অফিসের খবর অনুযায়ী, তাপমাত্রা বাড়তে শুরু করে দেবে দক্ষিণের জেলাগুলিতে।

                                নিজস্ব চিত্র

দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান বৃষ্টি হবে।
এছাড়াও বাকি কয়েকটি জেলা অর্থাত্ পূর্ব মেদিনীপুর, হুগলি, কলকাতা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমে আবহাওয়া শুষ্ক থাকবে। কোনও জেলায় সতর্কতা জারি করা হয়নি। উত্তরবঙ্গেও আজ বৃষ্টি হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টি হতে পারে।
তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কোথাও কোনও সতর্কতা জারি করা হয়নি। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সব জেলাতেই মিলবে রোদের দেখা।
16/02/2024 দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে থাকবে পরিষ্কার আকাশ। তিনি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 টি সেলসিয়াস সর্বনিম্ন 20 ডিগ্রী সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ 91 শতাংশ ।ঘন্টায় 7 কিলোমিটার বেগে বাতাস বইবে। বিউরো রিপোর্ট। জেলার বার্তা।