খবরের জন্য

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


কাকদ্বীপে ফুটবল রণকৌশল ২০২৪।

  • মাঠে ময়দানে | Jan 19, 2024

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - কাকদ্বীপ বিধায়ক মন্টুর পাখিরার উদ্যোগে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতে কাকদ্বীপ রবীন্দ্র অঞ্চল ক্রীড়া কমিটির ব্যবস্থাপনায় ফুটবল রণকৌশল ২০২৪ উদ্বোধন হলো।এই রণকৌশলে দুদিন ব্যাপী ৮ টিমের নক আউট ফুটবল প্রতিযোগিতার আয়জন করা হয়।জাতীয় পতাকা উত্তোলন এবং কমিটির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই খেলার শুভ সূচনা হয়। খেলা শুরু হবার মাঠের মাঝে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান, অতিথি বরণ, ফুটবল খেলোয়াড়দের বরন সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

                             নিজস্ব চিত্র

ঢোলাহাট থানার আইসি কৌশিক নাগ কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি মদনমোহন হালদার মাঝমাঠ থেকে বল নিয়ে দৌড়িয়ে গোলের মধ্যে দিয়ে খেলার সূচনা করেন। আগামীকাল এই খেলার ফাইনাল।
প্রথম পুরস্কার সুদর্শ ট্রফি সহ ৭০ হাজার টাকা। দ্বিতীয় পুরস্কার ৬০ হাজার টাকা সহ সুদৃশ্য ট্রফি। এখানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মদনমোহন হালদার, ঢোলাহাট থানার আইসি কৌশিক নাগ, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্যা সদস্য রিনা দাস ও সঞ্জয় দাস, রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধুরী ঘরামি। ফুটবল প্রেমী মানুষেরা এর জমান এখানে।