খবরের জন্য

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


পুণ্যার্থীদের সাথে এ কেমন আচরণ নামখানার অভিষেকের?

  • জেলার সেনাপতি | Jan 14, 2024

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক -পরনে সাদা পাজামা পাঞ্জাবি। গায়ে নস্যি কালারের মোদি কোট। কখনো প্রশাসনকে অনুমতি দিচ্ছেন লঞ্চ ছাড়তে।। কখনো আবার নিজে হাতে করে তীর্থযাত্রীদের ব্যাগ তুলে দিচ্ছে লঞ্চে লঞ্চে। ঘাটে ঘাটে পরিদর্শন করছেন । কখনো আবার দৌড়ে বাফারজন গুলিতে খোঁজ নিতে ছুটছেন। সকাল থেকে রাত এভাবেই নিজের দায়িত্বে কাঁধে তুলে পূর্ণ্যার্থীদের পারাপার করছেন নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস।

নিজস্ব চিত্র।

বছরের প্রতিটি দিন তিনি যেমন মানুষের পাশে থেকে সেবা করেন। এবার গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের কাছে থেকে নিজের হাতে সেবা করছেন।ছোট থেকেই মানব দরদী তিনি। আজও তিনি একিই রকম রয়েছেন। ব্লক প্রশাসন থেকে জেলা প্রশাসন তার নামের সুখ্যাতি যেন চতুর্দিকে। সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্রর হাজরার খাস লোক এই অভিষেক। সময় যত গড়িয়েছে অভিষেকের মানবিক দিক তত ছড়িয়েছে।

নিজস্ব চিত্র।

 

এবারের গঙ্গাসাগরের নামখানা পয়েন্টে সমস্ত দায়িত্ব এখন তার। তার সমর্থকদের অক্লান্ত পরিশ্রম আর অভিষেকের সহযোগিতা আজ যেন অন্য মাত্রা নিয়েছে নামখানা জুড়ে। পৌষ সংক্রান্তির মেলা ঘিরে সাজ সাজো রব এখন গঙ্গাসাগরে। আর  নামখানাকে মিনি গঙ্গাসাগরে পরিণত করেছেন নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস। তার কাজ শুধু জেলা প্রশাসন কর্মকর্তাড়া নয় তার এমন কাজে মুগ্ধ হয়েছেন এলাকার প্রবীণ থেকে নবীনেরা।