বাংলা পেরোল ৪০০-এর গণ্ডি,বাকি কাজ বোলারদের হাতে!
- মাঠে ময়দানে | Jan 06, 2024
নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে বাংলার ইনিংস শেষ হল ৪০৯ রানে। মনোজ তিওয়ারির নেতৃত্বে বাংলার রঞ্জিতে অভিযানটা ভালই হল। অন্ধ্রের বিরুদ্ধে এই ম্যাচ জিততে মরিয়া বাংলার দল।
প্রথম দিনের শেষে বাংলার স্কোর ছিল ৪ উইকেট হারিয়ে ২৮৯।
নিজস্ব চিত্র
দ্বিতীয় দিনে বাংলার স্কোরবোর্ডে যুক্ত হয় আরও ১২০ রান। দ্বিতীয় দিনে বাংলার ৪০০ রানের গণ্ডি পেরতে সাহায্য করেন অভিষেক পোড়েল। ১২১ বলে ৭০ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। শেষ বেলায় দাদা ঈশান পোড়েলকে সঙ্গে নিয়ে ৪১ রানের দামি পার্টনারশিপ গড়েন অভিষেক। যদিও ঈশানের ব্যাটে একটি রানও আসেনি।
প্রথম দিনে বাংলার হয়ে ভাল ব্যাট করেন সৌরভ পাল। মাত্র ৪ রান দূরে অভিষেক ম্যাচে নিজের সেঞ্চুরি মাঠে ফেলে আসতে হয় তাঁকে। তবে অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদার ১২৫ রানের ইনিংস বাংলাকে ভাল স্কোরের দিকে নিয়ে যায়।
এদিনের শুরুতেই মহম্মদ কাইফের উইকেট হারায় বাংলা। অধিনায়ক মনোজও ৩২ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। করণ লাল (১৯), প্রদীপ্ত প্রামাণিক (৯), আকাশদীপ (২) কেউই বেশি রান স্কোরবোর্ডে যোগ করতে পারেননি। একাই লড়ে গেছেন অভিষেক।অন্ধ্রের হয়ে ললিত মোহন ৪ উইকেট নেন। শোয়েব মহম্মদ খান, কেভি শশীকান্ত ও নীতিশ রেড্ডি দু'টি করে উইকেট পান।