খবরের জন্য

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


লোকশিল্পী দয়াময় হালদার জেলার বার্তার

  • জেলার সেনাপতি | Dec 30, 2023

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - ইনি দয়াময় হালদার। পিতা ঈশ্বর প্রফুল্ল কৃষ্ণ হালদার ।মা সাবিত্রী দেবীর আদুরে সেজো ছেলে দয়াময়। লোকসংগীত শিল্পী হিসাবে পরিচিতি এলাকায়। কথা সুর ও শিল্পী হিসাবে আজ খ্যাতি লাভ করেছেন বাংলা জুড়ে। ৯ বছর বয়স থেকেই সঙ্গীত চর্চা।
নিজের দৃঢ় বিশ্বাস বাবা-মায়ের আশীর্বাদ আর পরিবার পরীজনদের সহযোগিতায় তিনি এ যুগের লোকো সংগীত শিল্পী দয়াময়।

                             নিজস্ব চিত্র
১৩৯৪ সাল থেকে যাত্রাপালার সঙ্গে যোগ। এমএলএ ফাটাকেষ্ট থেকে মায়ের সিঁদুর ফিরিয়ে দাও যাত্রাতে কথা, সুর, কন্ঠ দিয়েছেন। তার লেখা গানের মধ্যে "মাটির দেহ মাটি হবে"যেমন রয়েছে, রয়েছে ।"এসেছিলাম যাব বলে" ।এছাড়া "আল্লাহ সালাম সালাম" ।"ভালোবাসা জাত মানে না"। "কন্যা তুই কাঁদবি রে বসে"।" হায় আল্লাহ মেহেরবান" ।ভালো করে পুজো দেব । আরো কত কি। লোকসংগীত শিল্পী শুধু তিনি নন তার কৃতিত্বে রয়েছে কাব্যগ্রন্থ। আরো কত কি। ইনি সংগীত শিল্পী দয়াময় হালদার শিল্পী
১৯৮৯ সালে আকাশবাণী নিয়মিত গীতিকার হিসেবে স্বীকৃতি। কণ্ঠশিল্পী রেডিওতে স্বীকৃতি ২০১০ সাল থেকে। এছাড়া তার ঝুলিতে রয়েছে ডজন ডজন অ্যালবাম। চিতপুর শিল্পীদের তার কথা, সুর ও শিল্পী নিয়ে মাহাত্ম্য রয়েছে।সামাজিক, প্রেম ,বাস্তব ,প্রতিবাদ এমন ধরণের কথা - সুর রয়েছে।তার এমন প্রতিদানে গর্বিত তার পরিবার পরিজনের।
দয়াময় বাবুর এমন কৃতিত্বে গর্বিত তার এলাকার মানুষজন।অনেকটা বসন্ত পার করেছেন আজকের দয়াময়। নিঃসন্তান দয়াময় সস্ত্রীকে নিয়ে থাকেন কুলপি ব্লকের আট মনোহরপুর গ্রামে। নিঃসন্তান হওয়ায় কিছুটা হলেও আক্ষেপ হয়েছে তার জীবনে
কথাসুর এই লোকসংগীত শিল্পী জেলার বার্তার তরফ থেকে কুর্নিশ।
দয়াময় হালদার যেমন দক্ষিণ ২৪ পরগনা জেলার গর্ব। জেলার বার্তার কাছে দয়াময় হালদার জেলার সেনাপতি। তার গান অচিরেই মানুষের হৃদয় জয় করে আসছে। তিনি আমাদের ঘরের সন্তান ।তাই তিনি আমাদের গর্ব ও অহংকার।