বছরের শেষে হারিয়েছে বঙ্গে শীত
- ফ্যাক্ট ফাইল | Dec 28, 2023
নিজস্ব প্রতিনিধি জেলার বার্তা ডেস্ক
শীতের শুরুতে কদিন ধরে ঠান্ডা আবহাওয়া উপভোগ করছেন সকলে। বড়দিন থেকে বদলেছে সেই আবহাওয়া। উধাও হয়েছে শীত। ডিসেম্বরের শুরু থেকে শীত পড়তে না পড়তেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা উর্ধ্বমুখী।আবহাওয়া দফতর সূত্রের খবর, এবার আর জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই।
নিজস্ব চিত্র
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জানিয়েছেন, দক্ষিণবঙ্গে পুবালি বাতাস সক্রিয় থাকায় শীতের পথে তা কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বর্ষা শেষেও আর জাঁকিয়ে শীত পড়বে কি না, তা নিয়ে রয়েছে সন্দেহ। আগামী পাঁচ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের এলাকায় রাতের তাপমাত্রার তেমন বড় কোনও পরিবর্তন সম্ভাবনা নেই। আগামী ৪ থেকে ৫ দিন সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বোনিম্ন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানা গিয়েছে। সর্বোনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রির কাছাকাছি।জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই। হাওয়া অফিস বলছে, পারদ পতন আবার হবে নতুন বছরে ২ তারিখ নাগাদ। ২ তারিখের পর সর্বনিম্ন তাপমাত্রা কমার সম্ভাবা আছে। ৪-৫ তারিখ নাগাদ সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নামতে পারে। তবে, উত্তর বা দক্ষিণের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া থাকবে সর্বত্র। এমনই খবর হাওয়া অফিস সূত্রে।
এদিকে উত্তরবঙ্গে শীতের দাপটে কাবু সাধারণ মানুষ। পাহাড়ে পর্যটকদের ঢল বেড়েছে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা একই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বিউর রিপোর্ট জেলার বার্তা।