খবরের জন্য

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


সঞ্জীব কুমার দাস জেলার বার্তা সেনাপতি।

  • জেলার সেনাপতি | Dec 28, 2023

নিজস্ব প্রতিনিধি জেলার বার্তা ডেস্ক
ইনি সঞ্জীব কুমার দাস। উল্টো দিক দিয়ে হেঁটে চলেছেন গঙ্গাসাগরের উদ্দেশ্যে। হাতে দর্পণ। মাথার উপরে জাতীয় পতাকা । পিছনে বড় করে লেখা উই ওয়ান্ট আ গ্রিন ওয়ার্ল্ড। দার্জিলিং থেকেই হেঁটে আসছেন তিনি।হুগলি জেলার ত্রিবেণীতে বাড়ি। সমাজের প্রতি কাজ করতে চান এই ৬৫ বছরের সঞ্জীব বাবু।২০২১ সালের মতন আবারও সমাজের প্রতি কাজ করতে এগিয়ে এসেছেন। বিপন্ন বসুন্ধরাকে রক্ষা করতে সবুজ পৃথিবীর ডাক দিয়েছেন পঁয়ষট্টি সঞ্জীব বাবু। আইটিসিতে চাকরি করতেন তিনি ।কিন্তু শারীরিক অক্ষমতার কারণে চাকরি ছাড়েন। সুস্থ হতেই কাজে মন না দিয়ে সমাজের প্রতি দায় ভার গ্রহণ করেন। ২০২৩এ লক্ষ্য নিয়ে নামেন সবুজ পৃথিবী গড়ার।

                            নিজস্ব চিত্র

পিছন দিক দিয়ে হেঁটে এই প্রদর্শন শুরু দার্জিলিং মেল থেকে। যাত্রা শেষ করেন গঙ্গাসাগর পর্যন্ত। দীর্ঘ ৯৩০ কিলোমিটার উল্টো দিক দিয়ে হাঁটছেন সঞ্জীব দাস। আয়না দেখেই চলছে তার লক্ষ্য পূরণ।
২০২১ সালে গঙ্গা দূষণ রোধে গঙ্গোত্রী হিমবাহ থেকে ৯৮ দিন তিনি যাত্রা শুরু করেছিলেন তিনি । শেষ করেছিলেন এই গঙ্গাসাগরে । সাগরে স্নান করে কপিল মুনির পূজো দিয়ে তার অঙ্গীকার শেষ করেছিলেন। এবারের ইচ্ছেটাও ঠিক একই রইল। সমাজের প্রতি এত বড় দায়িত্ব এত বড় দায়ভার জেলার বার্তার তরফ থেকে সনজিত কুমার দাস কে কুর্ণিশ ৬৫ বছরের বৃদ্ধ থুড়ি তিনি বৃদ্ধ নন তিনি আজকের সমাজের এগিয়ে চলার অন্যতম নায়ক। জেলার বার্তার কাছে তিনি জেলার সেনাপতি। হুগলি জেলায় বাস হলেও দক্ষিণ ২৪ পরগনা জেলায় তিনি ইষ্টিকুটুম। এর আগেও তিনি এই জেলায় এসেছেন। এবারেও তিনি এই জেলায় এসে তার প্রদর্শনী কর্মসূচি শেষ করেছেন । তাই দক্ষিণ ২৪ পরগনা জেলা গর্বিত সঞ্জীব বাবকে নিয়ে। সমাজের প্রতি দেশের প্রতি যে দায়ভার তিনি গ্রহণ করেছেন ।তাই আজ সঞ্জীব কুমার দাস জেলার বার্তার কাছে জেলার সেনাপতি। রিপোর্ট জেলার বার্তা।