খবরের জন্য

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


মশাট গ্রামপঞ্চায়েতে গ্রাম সভা।

  • পঞ্চায়েতের পাঁচ কাহন | Dec 15, 2023

নিজস্ব প্রতিনিধি,মশাট - ২০২৩-২৪ অর্থবর্ষে গ্রাম সভার আয়োজন করে ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের মশাট গ্রাম পঞ্চায়েত। গ্রাম সবাই মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি অমল মন্ডল, পূর্তির কর্মাধ্যক্ষ সন্দীপ সরকার, গ্রাম পঞ্চায়েতের প্রধান এস এম শরিফুল হাসান ওরফে ডালিম, পাশাপাশি পঞ্চায়েত উপপ্রধান কৃষ্ণা দোলুই। মশাট গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর প্রাইমারি স্কুল প্রাঙ্গণে আঠারো বছর ঊর্ধ্বে গ্রামের বাসিন্দাদের নিয়ে ১৭ টি গ্রাম সংসদের পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়। নানান পরিকল্পনা উঠে এসেছে গ্রাম সবার মধ্য দিয়ে। যা আগামী দিনে বাস্তবায়িত করতে সুবিধা হবে বলে দাবি নির্মাণ সহায়ক সুপ্রিয় কুমার রাহার।

                               নিজস্ব চিত্র

ডায়মন্ড হারবার এক নম্বর পঞ্চায়েত সমিতির উত্তর কর্মাধ্যক্ষ সন্দীপ সরকার বলেন সঙ্ঘবদ্ধ ভাবে কাজ করতে হবে।গ্রামের উন্নয়ন কোথাও বাকি অাছে কিনা তা ক্ষতিয়ে দেখতে হবে ।

একগুচ্ছ কর্মসূচি ২০২৪ ২৫ বছরের নানান পরিকল্পনা বাস্তবায়িত করতে এখন মুখরিত প্রত্যন্ত এই গ্রাম পঞ্চায়েতটি।