তিন রাজ্যের নজিরবিহীন জয় বিজেপির
- ফ্যাক্ট ফাইল | Dec 04, 2023
বিধানসভা জয়কে এবার পাখির চোখ করে লড়তে চলেছে গেরুয়া শিবির বাংলার আজ কি তাহলে লোকসভার দিকে 2021 সালে বিধানসভার সবুজ দুর্গের কাছে নত শিকার করতে হয়। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ধরাশায়ী হয় মোদির গিরুয়া শিবির এই বাংলায়। বাড়তি অক্সিজেন কি তাহলে রাজস্থান লোকসভা নির্বাচনের প্রাক্কালে। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি দিল্লিতে বিজেপি সদর দপ্তরে এসে সমর্থকদের উদ্দেশ্যে বলেন সবকা সাতকা বিকাশ
এর আইডি আজ জিতেছে আজ আত্মনির্ভর ভারতের সংকল্পের জয় হয়েছে বঞ্চিতদের অগ্রাধিকারের ধারণা জয় হয়েছে দেশের উন্নয়নের জন্য রাজ্যগুলোর উন্নয়নের ধারণা জয় হয়েছে।
নিজস্ব চিত্র
দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন ছিল কার্যত ২৪ লোকসভা নির্বাচনের আগে সেমিফাইনাল রাউন্ড। আরো বলা ভালো বাংলা শাসক দল তৃণমূল কংগ্রেসের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের লাভ লোকসান কি হতে চলেছে?
ও কি বল মহলের দাবি মমতার পাল্লা লাভ ও লোকসান ২ এর ক্ষেত্রে কার্যত সমান সমান এই নির্বাচনের ফলাফল বঙ্গ বিজেপিতে বেশ কিছুটা অক্সিজেন যোগ সন্দেহ নেই কিন্তু সেই অক্সিজেন নিয়ে বাংলার মাটিতে মমতার মত মহীরুরের মোকাবিলা করা দ্বন্দ্বের দিন্ন