খবরের জন্য

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


সপ্তাহের দ্বিতীয় দিনে মুখ ভার আকাশের। মিগজাউন এর প্রভাব কি তাহলে বাংলায়।

  • ফ্যাক্ট ফাইল | Dec 04, 2023

নিজস্ব প্রতিনিনি জেলার বার্তার ডেস্ক- ঠান্ডার অনুভূতি ভালোই চলছিল কয়েকদিন। তবে আপাতত ঠান্ডার সেই গতি বাধাপ্রাপ্ত। বাধা পাচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে। আর সেই ঘূর্ণাবর্তই ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। তার প্রভাব পড়বে গোটা রাজ্যজুড়ে বলেই মনে করা হচ্ছে।

                          নিজস্বচিত্র


আজ দক্ষিণবঙ্গের জেলা দক্ষিণ ২৪ পরগণায় সূর্যের দেখা মিলবে না বললেই চলে।

সকাল থেকেই আকাশের মুখ ভার। আজ সারাদিন জেলার সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।আজ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮০ শতাংশের কাছাকাছি। মুখভার থাকবে সারাদিন বলেই জানা যাচ্ছে হাওয়া অফিসের পর