পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ বিজেপি সর্মথকদের বিরুদ্ধে।
- পঞ্চায়েতের পাঁচ কাহন | Nov 18, 2019
নিজস্ব প্রতিনিধি,শিরাকল ঃ বিজেপি না করার অপরাধে তৃণমূল সমর্থককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানা শিরাকোল গ্রাম পঞ্চায়েতের ১০ নম্ব বুথে ।অভিযোগ মুরসিদ শেখ, রফিক শেখ, নদে শেখ, রমিত শেখ মারধর করে তৃণমূল সমর্থক কালো মল্লিক ।
অভিযুক্ত মুর্শিদ শেখ বিজেপি সমর্থক। নিজস্ব চিত্র
এরপর আরশেদআলী পুলিশকে জানাতে গেলে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে মুর্শিদ ।ঘটনায় আহত হন উস্তি থানার পুলিশ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ।
নিজস্ব চিত্র
আরশেদ আলী শিক্ষা নিকেতনের সামনে এমন ঘটনায় স্তম্ভিবত এলাকাবাসি। ঘটনার তদন্ত শুরু করেছে উস্তি থানার পুলিশ। ঘটনার পর পলাতক অভিযুক্তরা।বিজেপি বিষয়টি ভিত্তিহনি বলে দাবি করেছেন । যদিও বিষয়টি নিয়ে অাইনের হস্তক্ষেপের মধ্য দিয়ে অান্দলোনের হুমকি দিয়েছে তৃনমূল । শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনায় অাতঙ্কিত এলাকাবাসি।