দুর্গতদের পাশে সুন্দরবন জেলা পুলিশ।
- পঞ্চায়েতের পাঁচ কাহন | Nov 16, 2019
ব্রজ বিনোদ জানা,সুন্দরবন ঃ দুর্গতোদের পাশে এবার জেলা পুলিশ। সুন্দরবন জেলা পুলিশের উদ্যোগে ত্রান সামগ্রী ব্যবস্থা নেওয়া হয়। দক্ষিন সুন্দরবনে গোবর্ধনপুর কোস্টাল থানার পুলিশ কর্মিরা দুর্গতদের বাড়ি গিয়ে হাতে ত্রিপল তুলেদেন। পাথরপ্রতিমা ব্লকের জি-প্লট গ্রাম,শ্রীধরনগর দুই পঞ্চায়েতের প্রায় এক হাজার জনকে ত্রিপল ব্যবস্থা গ্রহণ করে।
নিজস্ব চিত্র
এছাড়া ছোটদের হাতে চকলেট তুলে দেওয়া হয়। গোবর্ধনপুর কোস্টাল ওসি বরুণ শেঠ দুর্গতদের পাশে গিয়ে দাঁড়ান। শুধু পঞ্চায়েত কিংবা ব্লক নয়,এবার পাশে সুন্দরবন জেলা পুলিশ। ত্রিপল ত্রাণ সামগ্রী তুলে দেন গোর্বধনপুর কোষ্টাল থানার এ এস আই কৈলাষ ঘোষ সহ অন্যান্য সহকর্মীরা।জেলা পুলিশের এমন উদ্দ্যোগে খুশি প্রত্তন্ত এলাকার দ্বীপ বাসি।