বুলবুল ঘূর্নিঝড়ের পর জলবাহিত রোগে আতঙ্কে সুন্দরবনবাসি।
- পঞ্চায়েতের পাঁচ কাহন | Nov 16, 2019
ব্রজ বিনোদ জানা,সুন্দরবন ঃ বুলবুল ঘূর্নিঝড়ের আতঙ্ক কাটেনি সুন্দরবনবাসির মধ্য। বুলবুল ঘূর্ণিঝড় তাণ্ডবের পর দক্ষিণ সুন্দরবনের এবার জলবাহিত রোগের প্রকোপ শিশু থেকে যুবক-যুবতী, পৌঢ়- পৌঢ়া থেকে বৃদ্ধ-বৃদ্ধা। জল বাহিত রোগে আক্রান্ত এক হাজার দ্বীপবাসী। এলাকায় সরকারিভাবে মেডিকেল প্রতিনিধি দল থাকলেও রোগ মুক্ত করতে পারছে না স্থানীয় প্রশাসন। জমা জলে যেমন জল বাহিত রোগের প্রকোপ বাড়ছে। আতঙ্ক বাড়ছে ডায়রিয়া, ডেঙ্গু জ্বর, সর্দি কাশি, নানান রোগে।বিশেষ করে সীতারামপুর ,জি প্লট,কে প্লট,আই প্লট ,সাগরদ্বীপ,বকখালি।
নিজস্ব চিত্র
হাসপাতাল থেকে প্রাইভেট চেম্বারে এখন লম্বা ভীর । দক্ষিন সুন্দরবনের সাতটি ব্লকের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের নির্দেশ দেওয়া হয়েছে মেডিকেল ক্যাম্প করার। ইতিমধ্যে কাকদ্বীপ মহকুমা হাসপাতাল জল বাহিত রোগে ভর্তি রুগি। রোগী সমস্যায় পড়েছেন প্রত্যন্ত এলাকার মানুষজন । বিষয়টি নিয়ে তদারকির আশ্বাস দিয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টু রাম পাখিরা ।
নিজস্ব চিত্র
বুলবুল ঘূর্নিঝড়ের পর কাকদ্বীপে ঘুরে যাওয়া মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে তৎপরতা দেখালেও আতঙ্ক কাটাতে পারছেনা প্রত্তন্ত এলাকাবাসী। এলাকায় আতঙ্ক এরাতে সচেতনতা শিবির করছেন পাথরপ্রতিমার বিধায়ক সমীর কুমার জানা। পাথর প্রতিমার বিভিন্ন এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতার তদারকি শুরু করেছেন । যে যে দ্বীপে আক্রান্ত সেই দ্বীপ গুলি নজর দারি শুরু করেছেন। সেটাকে নিয়ে সমস্যায় পড়েছেন প্রত্যন্ত এলাকাবাসীরা।ফলে রোগ ধরেছে এলাকায় । এলাকায় আতঙ্ক এরাতে সচেতনতা শিবির করছেন পাথরপ্রতিমার বিধায়ক সমীর কুমার জানা।
নিজস্ব চিত্র
পাথর প্রতিমার বিভিন্ন এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতার তদারকি শুরু করেছেন । যে যে দ্বীপে আক্রান্ত সেই দ্বীপ গুলি নজর দারি শুরু করেছেন। কিছুটা হলেও স্বস্তিতে প্রত্যন্ত এলাকাবাসীরা।