খবরের জন্য

যোগাযোগ: 8016367537 / 8648868278


Email ID: zillarbarta19@gmail.com

অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে পথ অবরোধ চাষিদের

  • ফ্যাক্ট ফাইল | Sep 13, 2023

নিজস্ব প্রতিনিধি, কল্যাণী:-অতিরিক্ত বিদ্যুৎ এর বিল আসার প্রতিবাদে চাকদার বিষ্ণুপুরে বনগাঁ রাজ্য সড়ক অবরোধ করলো হিংনারা গ্রাম পঞ্চায়েত সিলিন্দা ১ এবং ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকার কৃষকেরা। বিষ্ণুপুর বাজার সংলগ্ন এলাকায় ইলেকট্রি সিটি বোর্ডের কার্যালয়ে এসে দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে দীর্ঘ আলোচনার পরেও সমস্যা না মেটায় অবশেষে রাস্তা অবরোধ করেন তাঁরা। এই অবরোধে সামিল হয়েছে হিংনারা গ্রাম পঞ্চায়েত, সিলিন্দা ১ এবং ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক অঞ্চলের শতাধিক কৃষকেরা।

নিজস্ব চিত্র।

তাঁদের মধ্যে কারো ৫০ হাজার, কারো ৪০ হাজার, কারো ৩৯ হাজার, কারো ২৫ হাজার, কারো ২০ হাজার বা ১৫ হাজার নিচে ১০ হাজার কারো বা ৭৫ হাজার টাকারও বিল এসেছে এই মাসে। ফলে এই অতিরিক্ত বিল তাঁরা দিতে পারবেন না। এই দাবি জানিয়ে সকালবেলা বিষ্ণুপুর বাজারে ইলেকট্রি সিটি বোর্ডের কার্যালয় এসেছিলেন দলবদ্ধভাবে শতাধিক কৃষকে। দীর্ঘ আলোচনার পর সমস্যা না মেটায় ইলেকট্রিক সিটি বোর্ডের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জগদীশ বাগচিকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। তাতেও সমস্যা না মেটায় অবশেষে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় কৃষকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাকদা থানার পুলিশ। আন্দোলনকারীদের সঙ্গে দীর্ঘ আলোচনার মধ্যে দিয়ে এক ঘণ্টা পর ওঠে রাস্তা অবরোধ।

নিজস্ব চিত্র।
সাধারণ মানুষের অসুবিধের কথা মাথায় রেখেই তাঁরা অবরোধ তুলে নেন বলে জানান। যদিও তাঁদের সমস্যা মেটেনি। তাঁদের দাবিতে তারা অনড়। রাস্তা অবরোধ উঠিয়ে ফের ইলেকট্রি সিটি বোর্ডের অফিসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।