খবরের জন্য

যোগাযোগ: 8016367537 / 8648868278


Email ID: zillarbarta19@gmail.com

আজব এক গ্রাম বর্ষাকালের ৬ মাস জলমগ্ন, চর্ম রোগের আক্রান্ত হচ্ছে গ্রামবাসীরা

  • ফ্যাক্ট ফাইল | Sep 11, 2023

নিজস্ব প্রতিনিধি , মন্দির বাযারঃ-মন্দিরবাজার: এক আজব গ্রাম বর্ষাকালে ৬ মাস জলমগ্ন,চর্ম রোগে ভুগছে প্রায় ৮০০ পরিবার, প্রশাসন নির্বিকার। মন্দিরবাজার ব্লকের তিনটি গ্রামের পাঁচটি পাড়া বছরের ছ মাস জলমগ্ন হয়ে থাকে, সাপ ব্যাঙ, বিষাক্ত পোকামাকড়ের, সঙ্গে মানুষের বাস, প্রশাসন উদাসীন।

নিজস্ব চিত্র


দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার ব্লকের লক্ষীকান্তপুর, নলপুকুর ও পোলেরহাট, এই তিনটি গ্রামের পাঁচটি পাড়া। এইভাবে থাকাটা শুধু এক দু দিনের জন্য নয়, আজ ১০ থেকে ১৫ বছর এইভাবে জীবনযাত্রা কাটিয়ে যাচ্ছে এলাকার মানুষ।। আরো অভিযোগ এই অবস্থার মধ্যে সাপ ব্যাঙ ও বিষাক্ত কীটপতঙ্গের সঙ্গে বসবাস করতে হচ্ছে প্রায় পাঁচ হাজার মানুষকে। ইতিমধ্যে চার থেকে পাঁচজনকে সাপের ছোবল খেতে হয়েছে। সন্ধ্যার পরে আতঙ্কে ঘুম চলে যায় এলাকার মানুষের। পিপাসার জল হিসাবে ডুবে থাকা কলের দুর্গন্ধ জল খেতে হচ্ছে। ছেলেমেয়েদের স্কুলে যাওয়া প্রায় বন্ধ।, বৃদ্ধ-বৃদ্ধারা গৃহবন্দী।, অসুস্থ মানুষ সুযোগ পাচ্ছে না চিকিৎসা করানোর। প্রতিটা বাড়িতে বাড়িতে জ্বর, মশার উপদ্রব, গায়ে চর্মরোগ ভরে যাচ্ছে পচা জল মাড়িয়ে হাঁটাচলা করে। উপায় না দেখে অনেকেই ছমাসের জন্য নিজের বাড়ি ছেড়ে চলে যায় ভাড়া করা ঘরে। কারণ রান্নাঘর থেকে সবার ঘর পর্যন্ত সব জলমগ্ন।এমনকি আইসিডিএস সেন্টার স্কুল ও এই জল যন্ত্রনাতে ভুগছে।

নিজস্ব চিত্র

আর মানুষের এই জল যন্ত্রণা নিয়ে শুরু হয়েছে শাসকবিরোধীদের তরজা। শাসকদলের পক্ষ থেকে জানানো হয়েছে ওই এলাকা রেলের অধীন। তারা কাজ করতে গিয়ে রেল দপ্তরের দ্বারা হেনেস্তার শিকার হয়েছে। বিজেপির মদতে রেলের আধিকারিকরা তাদের ড্রেজার মেশিন সিজ করে, ন'জনকে কেস দেয়। তা সত্তেও তারা খাল কেটেছে কেল্ভাট তৈরি করেছে। রেল অনুমতি দিলে এক সপ্তাহে এসব সমস্যার সমাধান করবেন। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে এমপি, এম এল এ, পঞ্চায়েত সমিতি, প্রধান, মেম্বার, সবই শাসকদলের। নিজেদের ব্যর্থতা ঢাকতে তারা এরা মানুষের কাছে ভুল বার্তা দিতে ক্ষমতাহীন বিজেপিকে দোষারোপ করে চলেছে। চ্যালেঞ্জের সঙ্গে বিজেপিরা জানিয়েছেন সৎ সাহস থাকলে বিধায়ক আমাদেরকে নিয়ে রেলের ডিআরএমের কাছে চলুন, তাহলে বুঝবো তারা মানুষের জন্য কিছু করতে চায়। কয়েক বছর ধরে নিজেদের ব্যর্থতা থাকতে তাদের এই মিথ্যা নাটক, মানুষ বুঝতে পেরেছেন। এই মিথ্যা নাটক বেশি দিন চলবে না।