খবরের জন্য

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


সৌরযানটি তৃতীয় কক্ষপথে প্রবেশ করবে বলে জানিয়েছে ভারতের মহাকাশ গবেষনা সংস্থা-ইসরো

  • ফ্যাক্ট ফাইল | Sep 06, 2023

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক ঃ-2রা সে‌প্টেম্বর শ‌নিবার সূ‌য্যের্র দি‌কে রউনা দি‌য়ে‌ছিল ভার‌তের আদিত‌্য‌ে এল ওয়ান।ইসরোর ল্যা‌ঞ্চিং প্যাড থে‌কে বেলা 11:30 মি‌নিট নাদাগ ।এখন কোথায় আদি‌ত্যে এল ওয়ান ।অসুন জে‌নে ন‌ি ।

সূর্যের পথে দ্বিতীয় ধাপ অতিক্রম আদিত্য এল ওয়ানেরসফলভাবে পৃথিবীর দ্বিতীয় কক্ষপথে প্রবেশ করেছে ভারতের সৌরযান আদিত্য এল ওয়ান। প্রথম কক্ষপথে ২৪৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বর্তমানে নতুন ২২ হাজার ৪৫৯ কিলোমিটার কক্ষপথে প্রদক্ষিণ করছে আদিত্য এল ওয়ান ।

নিজস্ব চিত্র।

আগামী ১০ই সেপ্টেম্বর সৌরযানটি তৃতীয় কক্ষপথে প্রবেশ করবে বলে জানিয়েছে ভারতের মহাকাশ গবেষনা সংস্থা-ইসরো। এভাবেই ধীরে ধীরে একের পর এক কক্ষপথ পেরিয়ে সূর্যের দিকে এগিয়ে যাবে সৌরযানটি।

১ হাজার ৪৮০ কেজি ওজনের এই সৌরযানটি তিন-চারটি কক্ষপথ ঘোরার পর পৃথিবীর আকর্ষণ-বিকর্ষণের বাইরে চলে যাবে। তারপর একটি নির্দিষ্ট স্থানে পৌঁছে সূর্যকে পর্যবেক্ষণ করার পাশাপাশি তথ্য পাঠাবে।