খবরের জন্য

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


বুলবুল দাপটে তছনছ নদী বাঁধ।

  • পঞ্চায়েতের পাঁচ কাহন | Nov 14, 2019

 ব্রজ বিনোদ জানা,জি-প্লট ঃ বুলবুলের দাপটে ক্ষতি  গ্রস্থ সুন্দরবনের বিস্তূর্ণ অঞ্চল  বসতবাড়ি থেকে মাছের ভেড়ি ।  তছনচ হয়েছে চাষের জমি । ক্ষতির মুখে পরে আতঙ্কে দিন গুনছেন দক্ষিন সুন্দরবন বাসি । ২০০৯ সালে আইলার দুস্বপ্ন ভুলতে না ভুলতে ২০১৯ সালে চলতি মাসে নেমে পরে বুলবুল ঘূর্ণিঝড় ।

নিজস্ব চিত্র

দক্ষিন সুন্দরবনের অধিকাংশ বাঁধ ভেঙে আতঙ্কের চেহাড়া নিয়েছে সুন্দরবন বাসিদের মধ্যো ।প্রশাসনের উদ্দ্যোগে  পাথরপ্রতিমা ব্লকের জি প্লট গ্রাম পঞ্চায়েত । খেটে খাওয়া প্রায় ত্রিশ থেকেষচল্লিশ হাজার মানুষের বাস । এই পঞ্চায়েতে দক্ষিন সীতারামপুর এলাকায় ভেঙেছে ২০০০মিটার নদী বাঁধ ।

নিজস্ব চিত্র

আইলায় ক্ষতি হওয়া বাঁধ ইটের ব্লক সঙ্গে গার্ড ওয়াল দিয়ে  তৈরী হয় কংক্রিকেট মজবুত বাঁধ । কিন্তু বাগ হয়ে দাঁড়াই বুলবুল ঘূর্ণিঝড় । শনিবার বিধংশী ঝড়ে ভেঙে পরে বাঁধ ।বাঁধে  ইটের হার গোড় বেড়িয়ে পরে । তরিঘরি যুদ্ধকালিন তৎপরতায় বাঁধের কাজ শুরু করে সেচ দপ্তর । বিপদ কালিন বাঁধ দিয়ে কোন ক্রমে রক্ষা করছে গ্রাম । যা পেয়ে সন্তুষ্ট নন প্রত্তন্ত এলাকাবাসি । দক্ষিন সীতারমপুর গ্রামের জগদ্দল নদীর পশ্চিম প্রান্তে কংক্রিটের বাঁধ র্নিমিত না হলে এক হাজারেরো বেশি পরিবার ভেসে যাবে জগদ্দল নদীর গর্ভে ।

নিজস্ব চিত্র 

যদিও বাঁধ নিয়ে সমস্যার কথা বলেছেন এলাকার সদস্য । আতঙ্কের রেসে পরে দিন গুনছেন জি-প্লট দ্বীপের  গ্রামপঞ্চায়েতের দক্ষিন সীতারামপুর বাসিরা । শুধু বাঁধ নই  ঘূর্ণিঝড়ের কবলে পরে কাঁচা বাড়ি নষ্ট হয়েছে । হাড়িয়েছে চাষের জমি ।  উজার হয়েছে ঝাউ বন । ঝড়ের গ্রাসে মৃত্যু হয়েছে গৃহপালিত পশু । বুলবুলের আতঙ্কের চেহারায় ক্ষতিগ্রস্থদের এখন হতশার মুখ ।