.jpeg)
বারুইপুর পুলিশের বড়ো সাফল্য
- ফ্যাক্ট ফাইল | Sep 05, 2023
নিজস্ব প্রতিনিধি, বারুইপুরঃ-বারুইপুর পুলিশের বড়ো সাফল্য, গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার রানা নামে একজনকে এরেস্ট করে বারুইপুর বাইপাস থেকে।উদ্ধার একটি ম্যাগাজিন দুই রাউন্ড কার্তুজ,দুটি মোবাইল ফোন,১২হাজার টাকা সিলভার কালার একটি একটি সাদা চার চাক গাড়ি।
নিজস্ব চিত্র।
পদ্মপুকুর বারুইপুর বাইপাশে ঘোড়া ঘুড়ি করছে , সেই সূত্র ধরে বারুইপুর থানার এসআই রনি সরকার সাদা পোশাকে ঘিরে ফেলে , গাড়িটি আটক করে, গাড়ির ভিতর থেকে একজনকে আটক করে, নাম সৌরভ সামন্ত ,ওরফে রানা,পুলিশ সূত্রে খবর রানা সামোন্ত বারুইপুর ,সোনারপুর,নারেন্দ্রোপুর এলাকায় বিভিন্ন রাস্তায় দাঁড়িয়ে লরি ,চারকাক , সহ একাধিক গাড়ি থেকে জোর পূর্বক টাকা তুলতো বলে খবর, বাইট। সোনারপুর নরেন্দ্রোপুর থানায় একাধিক ক্রীমিনাল কেস রয়েছে,বারুইপুর থানায় ভারপ্রাপ্ত অধিকারীক সৌমজিৎ রায় বলেন বাইট ।বিউরো রিপোট জেলার বার্তা ।