খবরের জন্য

যোগাযোগ: 8016367537 / 8648868278


Email ID: zillarbarta19@gmail.com

বাস ধর্মঘট,নাজে হাল নিত্য যাত্রী

  • ফ্যাক্ট ফাইল | Sep 04, 2023

নিজস্ব প্রতিনিধি,দঃ২৪ পরগনাঃ-বাস মালিকদের মধ্যে বিরোধ অব্যাহত থাকায় বুধবারও দ‌ক্ষিণ ২৪ পরগনা‌তে বন্ধ থাকল বেসরকারি বাস চলাচল। ফলে এ দিন চরম দুর্ভোগ পোহাতে হয় নিত্যযাত্রীদের। বেসরকারি বাস না থাকায় যাত্রীদের অন্য গাড়িতে বাদুড়ঝোলা হয়ে গন্তব্যে পৌঁছতে হয়।এই নিয়ে ক্ষুব্ধ নিত্যযাত্রীরা। তাঁদের অভিযোগ, জেলার মানুষ বেসরকারি বাসের উপর নির্ভরশীল।

নিজস্ব চিত্র।

হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আমাদের চরম বিপাকে পড়তে হচ্ছে। অথচ বাসমালিকদের দাবিদাওয়া নিয়ে আলোচনা করে সমস্যা মেটাতে প্রশাসন এখনও উদ্যোগী নয়। যার ফল ভুগতে হচ্ছে নিত্যযাত্রীদের। বাস মালিক সংগঠনগুলিও জানিয়েছে, প্রশাসন আশ্বাস দি‌লে বাস চালানো হবে।