খবরের জন্য

যোগাযোগ: 8016367537 / 8648868278


Email ID: zillarbarta19@gmail.com

দক্ষিণ ২৪ পরগনা জেলার আবহাওয়া

  • ফ্যাক্ট ফাইল | Sep 04, 2023

নিজস্ব প্রতিনিধি,দঃ২৪পরগনাঃ-সপ্তাহের শুরুতে স্বস্তি মিললো দক্ষিণ ২৪ পরগনা জেলায়। রবিবার রাত থেকেই নামলো স্বস্তির বৃষ্টি। বেশ কয়েকদিন ধরে গোমোটে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন জেলা বাসি। সোমবার সকাল থেকেই মুখ ভার হয়ে পড়ে দক্ষিণ 24 পরগনা জেলার উপকূলবর্তী এলাকায়। আলিপুর মৌসুম ভবন সূত্রে খবর সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস চাষাবাদ থেকে একটি ডিগ্রি কম সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে ৯৩% ঘন্টায় উপকূলবর্তী এলাকায় তিন আর দশ কিলোমিটার ১০ কিলোমিটার বেগে বাতাস বইবে। গত ২৪ ঘন্টায় আনুমানিক কুড়ি শতাংশ বৃষ্টিপাত হয়েছে। আজ দিনভর আকাশ মেঘলা থাকবে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হবে। বিউরো রিপোর্ট জেলার বার্তা