.jpeg)
মাঝ নদীতে আটকে ঘন্টার পর ঘন্টা যাত্রীবাহী নৌকা, আতঙ্কে যাত্রীরা।
- ফ্যাক্ট ফাইল | Sep 04, 2023
নিজস্ব প্রতিনিধি,পাথর প্রতিমাঃ-মাঝ নদীতে আটকে ঘন্টার পর ঘন্টা যাত্রীবাহী নৌকা, আতঙ্কে যাত্রীরা।ঘটনাটি দক্ষিণ 24 পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের যুধিষ্ঠি জানা খেয়া ঘাটের।বামফ্রন্টের ৩৪ বছর আমলে যা ছিল বর্তমানে শাসকদলের প্রায় ১২ বছরের জামানাতে একই দুর্দশা এলাকাবাসীর। পরিবর্তনের ছিটে ফোঁটা পর্যন্ত নেই অভিযোগ যাত্রীদের।স্থানীয় সূত্রে জানা যায় ছোট রাক্ষস খালী, বড় রাক্ষস খালী, ব্রজবল্লভপুর সহ এলাকার হাজার হাজার মানুষ প্রতিদিন পাথরপ্রতিমা কাকদ্বীপ কলকাতা আসা যাওয়ার জন্য এই নৌকা ফেরিতে পারাপার করতে বাধ্য হয়।
নিজস্ব চিত্র।
আর ঠিক মাসের মাঝপথে কোটালের ভাটার সময় যাত্রীদের দুর্ভোগের শেষ থাকে না। এক হাঁটু কাদা মাড়িয়ে নৌকাতে ওঠা নামা করতে হয়। তবে মাঝেমধ্যে যাত্রীদের দুর্ভোগের শেষ থাকে না ঘন্টার পর ঘন্টা নৌকা তে মাঝপথে বসে থাকতে হয়। যাত্রীদের অভিযোগ রাক্ষস খালি এলাকায় যে জেটিঘাট রয়েছে ইটের ব্লক ফেলে তা কংক্রিটে জেটি তৈরি করা হোক। তাহলে এলাকার মানুষই দুর্ভোগের হাত থেকে রক্ষা পাবে। গত কয়েক মাস আগে নিচের দিকে ইটের তৈরি হয় ব্লক ফেলা হয়েছিল বর্তমানে সেই ইটের উপরে পলি জমে যাতায়াত করার অযোগ্য হয়ে পড়েছে।পলিগুলো সরানো হচ্ছে না, দীর্ঘ ৫০ বছর একই অবস্থা।