।। ছাপ্পা ভোটের অভিযোগ, ইলেকশন অফিসারের বিরুদ্ধে ।।
- পঞ্চায়েতের পাঁচ কাহন | Aug 10, 2023
নিজস্ব প্রতিনিধি, নামখানা :- নামখানা ব্লকের শিবরামপুর গ্রাম পঞ্চায়েতে বুধবার প্রধান গঠন ছিল, আর সেখানেই শাসক দলের হয়ে ইলেকশন অফিসার ছাপ্পা ভোট করিয়েছে এমনই অভিযোগ তুলে নামখানা বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপির কর্মী সমর্থকরা। এমনকি শেষ পর্যন্ত বিডিও অফিসে তালাও মেরে দেয় তারা।
নিজস্ব চিত্র
মূলত শিবরামপুর পঞ্চায়েতে মোট ২৮ টি সিট রয়েছে। যার মধ্যে তৃণমূল কংগ্রেস দখল করেছে ১৭ টি অন্যদিকে বিজেপি দখল করেছে ১১টি । তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রধান উপপ্রধানের নাম ঘোষণা করা হলেও বিজেপির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী অনিতা মন্ডলের নাম ঘোষণা করা হয়। আর সেখানেই ইলেকশন অফিসারের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ তোলে বিজেপি।
বিজেপির অভিযোগ বিডিও অফিসের ইলেকশন অফিসার শাসকদলের মদনপুষ্ট হয়ে ছাপ্পা ভোটের মাধ্যমে শাসকদলের মনোনীত অর্চনা মাইতিকে প্রধান ও দেবাশীষ দাসকে উপপ্রধান হিসেবে নাম ঘোষণা করেছে। বিজেপিকে ভেতরে ঢুকতে ও ভোটদান করতে দেয়নি, যা নিয়েই বুধবার দিন নামখানা বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপির কর্মী সমর্থকরা। তবে এই বিষয়ে শাসকদলের দাবি অনিতা মন্ডল বিজেপির সাথে জোকসাজক করে দলকে পদদলিত করার চেষ্টা করছে তাই দল থেকে তাকে বহিষ্কারও করা হয়েছে। তবে এই বিষয় নিয়ে আগামীদিনে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দেয়া হয় বিজেপির পক্ষ থেকে