
।। সবুজের মধ্যেই ভাঙড়ে লাল আবিরের দাপট ।।
- পঞ্চায়েতের পাঁচ কাহন | Aug 09, 2023
নিজস্ব প্রতিনিধি, ভাঙড় :- ভাঙড় 2 নম্বর ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে পোলেরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েত বিরোধীরা ছিনিয়ে নিয়েছে তৃণমূলের হাত থেকে।

নিজস্ব চিত্র
পোলেরহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতে জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি ও আইএসএফ যৌথভাবে বোর্ড গঠন করেছে। ২৪টি আসনের মধ্যে আঠারোটা জমি কমিটি পাঁচটা আই এস এফ ও মাত্র একটি আসন তৃণমূল পেয়েছে। আর বোর্ড গঠনের পরে লাল আবির খেলায় মেতে উঠল জমি কমিটির সমর্থকরা।