খবরের জন্য

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


।। জেলার বার্তার খবরের জেরে,শুরু হল কাশিনগর মিলন মোড়ে রাস্তার কাজ ।।

  • ফ্যাক্ট ফাইল | Jul 25, 2023

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - জেলার বার্তার খবরের যেরে অবশেষে টনক নড়লো প্রশাসনের। মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি মাথায় নিয়ে কাজ শুরু করল কাশিনগর বেহাল রাস্তার। যে খবর প্রথম সম্প্রচার করেছিল জেলার বার্তা। জেলার বার্তার দর্শক ও পাঠক-পাটিকা, শ্রোতাদের সামনে এনেছিল অবরোধ - বিক্ষোভকারীদেররাস্তা নিয়ে অভাব এবং অভিযোগ। দীর্ঘ সাত বছর ধরে যে রাস্তা খালাখন্দে ভরা, স্বল্পবৃষ্টিতে প্যাচপ্যাচে অবস্থা। জলে জলময় হয়ে পড়ে। একাধিক বার স্থানীয় প্রশাসনকে জানিয়ে কোন সুরাহা মেলেনি। তাই মানুষ বাধ্য হয়ে পথে নামে অবরোধ করে ক্ষোভ দেখায় বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষ সহ পথ চলতিরা।। আর এই বিক্ষোভকারীদের সাথে সম্প্রচার হিসেবে ছিল একমাত্র জেলার বার্তা।

নিজস্ব চিত্র

চোখে চোখ রেখে, হাতে হাত রেখে কণ্ঠ মিলিয়ে খবর করেছে জেলার বার্তার রি‌পোরটার সন্দীপ চক্রবর্তী। জেলার বার্তার টিম ওয়ার্ক,সহ জেলার ডাক্তার রিপোর্টার সন্দীপ চক্রবর্তীকে নিয়ে বিক্ষোভকারীদের অভিযোগ তুলে ধরেছে শেষ মুহূর্ত পর্যন্ত। মথুরাপুর দু নম্বর ব্লকের জয়েন বিডিও প্রতিক্রিয়া নিয়ে মানুষকে আশ্বস্ত করেছে কাজ না হলে জেলার বার্তা প্রতিমুহূর্তে খবর করবে। পাশে থাকবে। বিক্ষোভকারী পাশাপাশি সাধারণ মানুষ সাধারণ নিত্যযাত্রীদের অভিযোগ তুলে ধরবে। মঙ্গলবার সকাল হতেই প্রশাসনিক কর্তাদের এমন কাজে সাধুবাদ জানাতে ভলিনি, জেলার বার্তা তরফ থেকে। জেলার বার্তার টিম ওয়ার্ক, জেলার বার্তার রিপোর্ট, জেলার বার্তার সকল দর্শক, পাঠক - এবং শ্রোতাদের তরফ থেকে আরও একবার কুর্নিশ স্থানীয় প্রশাসনের। এভাবেই যদি প্রশাসন কাজ করে, তাহলে, তাহলে হয়তো আগামী দিন কোন বিক্ষোভ কোন অবরোধ কোন অভিযোগ উঠে আসবে না প্রশাসনের বিরুদ্ধে। তাই জেলার বার্তা চাইবে এভাবেই প্রশাসন সাধারণ মানুষের পাশে এগিয়ে আসুক ভালো কাজ করুক। যেখানে অভাব, যেখানে অভিযোগ থাকবেই প্রতিমুহূর্তে জেলার বার্তা টিম সেই জায়গায় পৌঁছাবে। জেলার বার্তা, খবর হবে খবরের মত।