।। জঞ্জাল তোলার কাজ হচ্ছে না মহেশতলার আবাসনে, ক্ষোভে বিক্ষোভ ।।
- পৌর বার্তা | Jul 24, 2023
নিজস্ব প্রতিনিধি, মহেশতলা - প্রতিদিন আবাসিকদের কাছ থেকে জঞ্জাল সংগ্রহের প্রতিশ্রুতি দিয়েছিল মহেশতলা পুরসভা। এই কাজের জন্য বাসিন্দাদের থেকে ঘর প্রতি মাসে পঁচিশ টাকা করে নেয় পুরসভা। তবুও আবাসনের বাসিন্দারা নিয়মিত এই পরিষেবা পাচ্ছেন না। তাহলে প্রতি মাসের টাকা যাচ্ছে কোথায়। এই পরিস্থিতির ফলে আবাসনের ভিতরে জঞ্জাল জমছে। পচে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়। এর ফলে অসন্তোষ তৈরি হয়েছে আবাসিকদের মধ্যে।
নিজস্ব চিত্র
আবাসনের পরিচালন কমিটির সম্পাদক বিদ্যুৎ রায় বলেন, ‘এখানে একশোরও বেশি ফ্ল্যাট রয়েছে। পুরসভা জানিয়েছিল ময়লার গাড়ি এসে প্রতিদিন আবর্জনা তুলে নিয়ে যাবে। আবাসনবাসির অভিযোগ পরিষেবা ঠিকঠাকই পাচ্ছিলাম। প্রতিটি ফ্ল্যাট থেকে পুরসভাকে ২৫ টাকা দিচ্ছি। কিন্তু বেশ কিছুদিন ধরে ময়লার গাড়ি নিয়মিত আসছে না। এছাড়াও জল নিকাশির সমস্যা রয়েছে আবাসনে।
মহেশতলা পুরসভার চেয়ারম্যান দুলাল দাস বলেন, ‘বিষয়টি আমার নজরে আসেনি। খোঁজ নিয়ে দেখতে হবে।'