
!! অভিনব বিক্ষোভ কর্মসূচিতে প্রাইমারি বোর্ডের সামনে চাকরি প্রার্থীরা !!
- ফ্যাক্ট ফাইল | Mar 17, 2023
নিজস্ব'প্রতিনিধি,দক্ষিণ'24'পরগনা; ডায়মন্ড হারবার প্রাইমারি বোর্ডের অফিসের সামনে থার্মোকলের থালা হাতে দাঁড়িয়ে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন ২০০৯ সালের এম্পানের চাকরি প্রার্থীরা ।২০০৯ সালের চাকরি প্রার্থীদের মধ্যে কেবলমাত্র দক্ষিণ ২৪ পরগনার নিয়োগপত্র ছাড়া রাজ্যের সর্বত্র নিয়োগ হয়েছিল প্রাইমারিতে ।দক্ষিণ ২৪ পরগনার চাকরি প্রার্থীরা আদালতের দ্বারস্থ হলে
নিজস্ব চিত্র !
তাদের নামের তালিকা প্রকাশ করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্ট ।সেখানে ১৫০৬ জনের নামের তালিকা প্রকাশ হওয়ার পরে আজও তাদের নিয়োগ দেয়া হয়নি ।তাই তারা ডায়মন্ড হারবারে জেলার প্রাইমারি বোর্ডের অফিসের সামনে বিক্ষোভ অবস্থান কর্মসূচি নিয়েছেন ।আজ ৪১ দিন ধরে চলছে তাদের অবস্থান-বিক্ষোভের কর্মসূচি ।তাদের অবস্থান কর্মসূচি বালিগঞ্জ অফিস থাকাকালীন সেখানে ৩২ দিন এবং ডায়মন্ড হারবার স্থানান্তরিত হওয়ার পরে এখানে ১০ দিন ধরে অবস্থান কর্মসূচিতে পড়ে আছেন চাকরিপ্রার্থীরা,যতদিন না তাদের হাতে নিয়োগপত্র দেয়া হবে ।ততদিন পর্যন্ত তারা থার্মোকলের থালা হাতে পাইমারি বোর্ডের অফিসের সামনে এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন ।।