খবরের জন্য

যোগাযোগ: 9153043352/8016367537


Email ID: zillarbarta19@gmail.com

!! গভীর রাতে মথুরাপুর ঘোড় দল বাজারে দোকানে আগুন !!

  • ফ্যাক্ট ফাইল | Mar 17, 2023

নিজস্ব'প্রতিনিধি,মধুরাপুর; গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানার ঘোড়াদল বাজারে চারটি দোকান আগুন লেগে পুড়ে বশীভূত হয়ে যায় ।আগুন লাগার কারণ জানা যায়নি ।আনুমানিক রাত দুটো নাগাদ প্রথমে একটি মুদিখানা


নিজস্ব চিত্র !

 

দোকানে আগুন লাগে ।দেখতে পায় পথ চলতি এক ব্যক্তি ।আগুন লেলিহান শিখায় একের পর এক দোকান এ আগুন লেগে যায় ।প্রথমে মুদিখানা দোকান থেকে একটি মিষ্টি দোকান তারপর মনোহরির দোকান তারপর একটি হাড়ি কলসি দোকানে আগুন লাগে,মোট চারটি দোকান আগুনে পুড়ে পশ্চিম ভূত হয়ে যায় ঘটনাস্থলে আসে দম কালের একটি ইঞ্জিন ও মথুরাপুর থানার পুলিশ ।চোখের নিমিষে পুড়ে শেষ হয়ে যায় সবকিছু ।।