
।। রজতজয়ন্তী বর্ষ উদযাপন ।।
- ফ্যাক্ট ফাইল | Mar 13, 2023
নিজস্ব'প্রতিনিধি,উস্থি; বিদ্যালয়ের রজতজয়ন্তী বর্ষ উদযাপনের ব্যবস্থা করে উস্থির প্রতাপবেড়িয়া প্রাথমিক বিদ্যালয় ।গ্রামের পথে শোভাযাত্রার সাথে, সারাদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের ছিল আয়োজন ।এই দিনটি বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও প্রাক্তনী ছাত্রছাত্রীদের একপ্রকার মিলন উৎসব হিসাবেও পালিত হল ।মানুষের জীবনে বড়ো হয়ে ওঠার ক্ষেত্রে,বহু বিষয়ের গুরুত্বতা থাকে ।
নিজস্ব চিত্র !
পিতা মাতার হাত ধরে একটি শিশুর শিক্ষাগত যোগ্যতার হাতে খড়ি হলেও সামগ্রিকভাবে শিশুর প্রথম শিক্ষালাভের স্থান হল প্রাথমিক বিদ্যালয়। সেখানেই সে ধীরে ধীরে বড় হয়ে ওঠার প্রথম সোপানে পা দিতে শেখে,আজ থেকে অর্ধ শতাব্দী আগে,শিক্ষার আঙ্গিনায় এমনই এক ভূমিকা স্থাপন করেছিল উস্থি থানার অন্তর্গত প্রতাপবেড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ।পঞ্চাশ বছর ধরে বহু শিক্ষার্থীর বড় হয়ে ওঠার শিকড় হিসাবে এই বিদ্যালয়ের অবদান, বিশেষভাবে তাৎপর্যপূর্ণ ।শিক্ষাগত স্তর দিয়ে বিচার করলে প্রাথমিক শিক্ষাই একটি শিশুর জীবনে,ভিত গঠন করতে পারে ।তা বহুবার প্রমাণ করেছে এই বিদ্যালয় ।বিদ্যালয়ের রজত জয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বানেশ্বরপুর হাসপাতালের ডি ও এম এইচ অনুপ কুমার নস্কর,বিশিষ্ট সাহিত্যিক সিরাজুল ইসলাম ধালী সহ বিশিষ্ট ব্যক্তিরা ।বিষয়টি নিয়ে প্রতাপবেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কুমার হালদার জানিয়েছেন ।।