
।। অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবিতে পেন ডাউনের সিদ্ধান্ত অন্য চিত গঙ্গাসাগর স্কুলে ।।
- ফ্যাক্ট ফাইল | Mar 13, 2023
নিজস্ব'প্রতিনিধি,গঙ্গাসাগর; অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবিতে সরকারি কর্মীদের একাংশ যখন পেন ডাউনের সিদ্ধান্ত নিয়েছে ঠিক তখনই দেখা গেল গঙ্গাসাগরে সমস্ত স্কুল খোলা থাকলেও শুধুমাত্র গঙ্গাসাগরের সুমতি নগর
নিজস্ব চিত্র !
শরৎকুমারী হাই স্কুল নোটিশ দিয়ে বন্ধ রাখল আজ ।যার যেটা স্বাভাবিক পঠন পাঠন থেকে বন্ধ গঙ্গাসাগরের সুমতি নগর শরৎকুমারী হাই স্কুলে ।আর যার যারাই অসুবিধা সম্মুখে ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকেরা ।অভিভাবকদের অভিযোগ এইভাবে যদি স্কুল বন্ধ থাকে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে ।তবে গঙ্গাসাগরের অন্যান্য স্কুল খোলা থাকলেও নোটিশ দিয়ে বন্ধ রাখায় অনেকেই বিরূপ মন্তব্য করছেন এই বিষয়ে ।।