
।। তৃণমূলের দুর্নীতির দায়ে কোর্টের নির্দেশে চাকরি খোয়ালেন ডায়মন্ড হারবারের কাউন্সিলর অমিত সাহা ।।
- ফ্যাক্ট ফাইল | Mar 13, 2023
নিজস্ব'প্রতিনিধি,ডায়মন্ড হারবার; ওয়েমার সিট কারচুপি করে চাকরি পাওয়ার অভিযোগ উঠল ডায়মন্ড হারবার পৌরসভার এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ।ওই কাউন্সিলর এর নাম অমিত সাহা ।তিনি শুধু তৃণমূল কাউন্সিলর নন তৃণমূল ছাত্র পরিষদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রক্তন প্রেসিডেন্ট এবং তৃণমূল কংগ্রেসের মাদার গ্রুপের টাউন প্রেসিডেন্ট ।তার বিরুদ্ধে ওয়েমার সিট কারচুপি করে
নিজস্ব চিত্র !
চাকরি পাওয়ার অভিযোগ তুলে হাইকোর্টের মামলা দায়ের করেছেন এক অভিযোগকারী ।ওএমআর শিট প্রকাশ করতেই দেখা যায় মোট সাতটি প্রশ্নের উত্তর দেয় এই তৃণমূল নেতা আর তারপরেই তার চাকরি হয় হটুগঞ্জ গার্লস হাই স্কুলে,গতকাল কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলীর এজ্লাসে তাকে সাতটি প্রশ্ন করা হয় ।হাইকোর্টে শুনানি আর তার আগেই সকাল থেকেই তার বাড়িতে গেলে তালা বন্ধ অবস্থায় দেখা যায় তার বাড়ি,অন্যদিকে এই বিষয়ে প্রতিবেশী ও বাড়ির লোকজনকে জিজ্ঞেস করলে কেউ কিছুই সঠিক উত্তর দিতে পারেনি ।আর এই চাকরি পাওয়া নিয়ে তৃণমূল দলের পক্ষ থেকে কোন মুখ না খুললেও কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি,এই বিষয় নিয়ে সুর চরিয়েছে বিরোধীরাও ।।