খবরের জন্য

যোগাযোগ: 9153043352/8016367537


Email ID: zillarbarta19@gmail.com

।। দক্ষিণ 24 পরগনা জেলার ২০০০ প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষক পদে বিজ্ঞপ্তি জারি ।।

  • ফ্যাক্ট ফাইল | Mar 13, 2023

নিজস্ব'প্রতিনিধি,দক্ষিণ'24'পরগনা; দক্ষিণ 24 পরগনার প্রায় 2000 স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলেন দক্ষিণ ২৪ পরগনার প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান অজিত নায়েক ।অজিত বাবু জানালেন দক্ষিণ ২৪ পরগনা তে 3843 টি প্রাইমারি স্কুল আছে ।যেখানে পাঁচ লাখ চল্লিশ হাজার ছাত্রছাত্রী পড়াশোনা

নিজস্ব চিত্র !

 

সঙ্গে যুক্ত ।২০০১ সালের পর থেকে ২০০০ স্কুলে প্রধান শিক্ষক পদখালী হয় ।আজকের এই বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ১০ দিনের মধ্যে প্রধান শিক্ষক পদে আবেদনের জন্য আবেদন পত্র এস আই অফিসে জমা দেওয়ার বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে ।এসআই আগামী ২৭ এ মার্চের মধ্যে তালিকা তৈরি করে প্রাইমারি বোর্ডের চেয়ারম্যানের অফিসে পাঠালে,তারপরে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে ।।