
।। পানীয় জলের দাবিতে পথ অবরোধ,বিক্ষোভ গ্রামবাসীদের ।।
- ফ্যাক্ট ফাইল | Mar 10, 2023
নিজস্ব'প্রতিনিধি,গঙ্গাসাগর; দীর্ঘদিন পানীয় জলের সমস্যা নিয়ে ভুগছিলেন গ্রামের মানুষেরা ।গ্রীষ্ম করলে জল সংকটে পড়েন দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের ধসপাড়ার সমতিনগর ১ গ্রাম পঞ্চায়েতের নগেন্দ্রগঞ্জ ৪৩ নম্বর বুথের এলাকাবাসী ।অভিযোগ প্রায় তিন বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে নলকূপ ।পড়ে থাকতে থাকতে ডিপ টিউবওয়েল অকেজো হয়ে যায় ।মরচে পরা কলের দৃশ্য ছাড়া ব্যবহার করার মতো উপায় থাকে না প্রত্যন্ত এলাকার মানুষদের ।শীত, গ্রীষ্ম,বর্ষা কিংবা বসন্ত সর্বত্র পাড়ি দিতে হয় অন্যত্র পানীয় জল আনতে ।বছরের অন্যান্য দিনের
নিজস্ব চিত্র !
মতো সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হয় বর্ষাকাল এবং এই গরমকালে ।প্রচন্ড গরমে পুকুরের জলস্তর কমে যায় ফলে ব্যবহারযোগ্য জল পাওয়া দুঃসাধ্য হয়ে পড়ে এই এলাকার মানুষদের ।বহুদূর থেকে তাদের আনতে হয় তৃষ্ণা মেটাবার পানীয় জল। কেমন আছো এই এলাকার মানুষদের দুয়ারে জলপরী সেবা থেকে বঞ্চিত করে রেখেছেন বর্তমান সরকার। এমনকি স্থানীয় প্রশাসন ও মুখ ফিরিয়ে থাকার নি দুয়ারে জল প্রকল্প নিয়ে ।তার উপর এলাকায় টিউবেল দীর্ঘদিন ধরে অথচ ।চরম দুর্দশার কথা পঞ্চায়েত প্রধান থেকে গ্রাম পঞ্চায়েতের সদস্য সবাইকে জানিয়ে কোনভাবে শুলাহ মেলেনি। যার ফলে ক্ষুব্ধ হয়ে এলাকার মহিলারা এমনকি পুরুষেরা ও দলের সামনে কলসি ডাবর বালতি রেখে বৃক্ষকে সম্মেলন ।সমস্যায় পড়তে হচ্ছে প্রায় ৫০ থেকে ৬০ টি পরিবারকে ।অভিযোগ বারংবার বিভিন্ন আধিকারিকদেরকে জানিয়েও মেরামতি করা হয়নি নলকূপ ।আর নলকূপ মেরামতির দাবিতে নগেন্দ্রগঞ্জে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা ।সংস্করণের দাবি রেখে আজ তারা আন্দোলনে নেমেছেন ।গ্রামবাসীদের আন্দোলনকে স্বাগত জানিয়েছেন বিরোধীরা ।বিরোধী বিজেপিদের দাবি কল নিয়ে করছে রাজনীতি ।পানীয় জল নিয়ে বশ করা শুরু করেছেন স্থানীয় প্রশাসন ।যদিও সমস্যার সমাধানের আশ্বাস তৃণমূল নেতার জি বি ডি এর ভাইস চেয়ারম্যান সন্দ্বীপ পাত্রের। রাজনীতির পেজ বেশি বোঝেনা,এই প্রত্যন্ত এলাকার মানুষেরা ।তারা চাই বিশুদ্ধ পানীয় জল ।সেটা দুয়ারে জল প্রকল্পের মাধ্যমে হোক কিংবা গভীর নলকূপ এর মাধ্যমে হোক ।স্থানীয় বাসিন্দাদের কথা মেথাই রেখে স্থানীয় প্রশাসনের কি টনক নড়বে এ যেন লাখ টাকার প্রশ্ন ।।