
।। কুলপি দীর্ঘদিনের রাস্তার দুর্দশা বেহাল অবস্থা ।।
- DEMAND (প্রশ্ন/চাহিদা) | Mar 10, 2023
নিজস্ব'প্রতিনিধি,কুলপি; দীর্ঘ প্রায় তিন বছর ধরে বেহাল জেলা পরিষদের রাস্তা ।REDF (রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড) মাধ্যমে তিন থেকে চার বছর আগেই নির্মাণ করা হয়েছিল ।জেলা পরিষদের মাধ্যমেই নির্মাণ করা হয়েছিল দেরিয়া ফকির পাড়া থেকে রামরামপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘীয়মান পিছে রাস্তাটি ।বছর ঘুরতে না ঘুরতে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে কারণ পিচের রাস্তা পুরো পিছে উঠে যায় আর তারপরেই বেরিয়ে পড়ে স্টোনের হার ।
নিজস্ব চিত্র !
প্রত্যেকটা মুহূর্তে দুর্ঘটনার কবলে পড়তে হয় সাধারণ মানুষকে ।অথচ কুলপি ব্লকের রামকিশোর গ্রাম পঞ্চায়েতের প্রায় পাঁচ থেকে সাতটি গ্রামের মানুষ যাতায়াতের নির্ভর এই পিছে রাস্তা। দুটো হাই স্কুল একটি উপস্বাস্থ্য কেন্দ্র পাশাপাশি অটো টোটো বাইক একাধিক গাড়ি চলে রাস্তার উপর ।সংস্করণের অভাবে আজ বিহার রূপ নিয়েছে দেরি আর পিছে রাস্তাটি ।দেরিয়া,রামকিশোর,পূর্ব বড়বড়িয়া,পূর্ব দেরিয়া,রাম রামপুর,হারা,একাধিক এলাকার মানুষরা যাতায়াত করেন এই রাস্তা দিয়ে এই রাস্তার উপরে রয়েছে,দুটো প্রাইমারি অবৈতনিক বিদ্যালয় দুটি হাই স্কুল একটি উপস্বাস্থ্য কেন্দ্র এবং একটি পোস্ট অফিস ।রয়েছে সরকারি লাইব্রেরি ও কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে নেই রাস্তা দিয়ে অথচ রাস্তার দিনকে দিন পুরো মৃত্যু ফাঁদ হয়ে উঠেছে ।এলাকার সাধারণ নিত্যযাত্রী হোক বা মুমূর্ষ রোগীর সবার ক্ষেত্রে অসুবিধা একই ।রাস্তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ।বিরোধী থেকে সাধারণ মানুষের দাবি একাধিকবার কুলপির বিধায়ককে জানিয়ে মেলেনি সুরাহা জানানো হয়েছে জেলা পরিষদ থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েতের সদস্যকে লিখিত জানিয়ে মিলছেনা সুরাহা ।ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আট থেকে ৮০,প্রত্যন্ত এলাকার মানুষদের ।সাধারণ মানুষের একটাই দাবি ভোট আসে ভোট যায় যখনই জনপ্রতিনিধিরা আসেন এলাকায় প্রত্যাশার প্রতিশ্রুতি নিয়ে যান কিন্তু বাস্তব চিত্রটা অনেকটাই আলাদা কারণ তিন বছর ধরে বেহাল হয়ে রয়েছে দাঁড়িয়ে পিছে রাস্তাটি তাদের একটাই দাবি পঞ্চায়েত নির্বাচনের আগে যাতায়াতের সুব্যবস্থা করে দিক সরকার অপেক্ষায় রয়েছে এলাকার বাসিন্দারা ।রাস্তা দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের আড়াইডিএফ এর আর্থিক অনুকূল্যে ফকিরপাড়া মোড় থেকে রাম রামপুর পঞ্চানন তলা পর্যন্ত দীর্ঘ প্রায় সাড়ে চার থেকে পাঁচ কিলোমিটার পিছে রাস্তা ২০১২ সালের ১৯শে আগস্টে উদ্বোধন করা হয় ।তিন বছর ধরে পুরোপুরি বেহাল সংস্করণের অভাবে বেহাল। বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে যে রাস্তা সংস্করণের কাজ না হলে আগামী দিন তারা বৃহত্তর আন্দোলনে নামবেন যদিও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে খুব শীঘ্রই রাস্তার কাজ করা হবে,অর্ডার জমা পড়েছে পঞ্চায়েতের আগে হবে রাস্তা ।।