খবরের জন্য

যোগাযোগ: 9153043352/8016367537


Email ID: zillarbarta19@gmail.com

।। 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বাঁশ ও ইট ফেলে বিক্ষোভ,বিক্ষোভ তুলতে পুলিশের লাঠিচার্জ এলাকায় উত্তেজনা ছড়াল ।।

  • ফ্যাক্ট ফাইল | Mar 10, 2023

নিজস্ব'প্রতিনিধি,ডায়মন্ড হারবার; ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে এলাকার মানুষজন তারা বিক্ষোভ দেখাচ্ছে ।কারণ হলো এলাকার ছেলে সৌরভ মন্ডল তার মূলত পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তার জেরে এলাকায় শোকের ছায়া


নিজস্ব চিত্র !

 

নেমে এসেছে ও ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর বাঁশ ও ইট ফেলে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছে কারণ হলো তাদের দাবি যে এই যে সৌরভ মন্ডল মারা গিয়েছে যেভাবে রাজ্য সড়ক জাতীয় সড়কের উপর বেআইনিভাবে মাটির গাড়ি চলাচল করে এবং তার কারণেই এই দুর্ঘটনা সেই জন্য তারা জাতীয় সড়ক অবরোধ করে ন্যায়বিচার চাইছে ।ঘটনাস্থলে বিষ্ণুপুর থানার পুলিশ ।পুলিশ জাতীয় সড়ক থেকে অবরোধ তুলতে লাঠি চার্জ করে ।।