খবরের জন্য

যোগাযোগ: 8016367537 / 8648868278


Email ID: zillarbarta19@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ: 9153043352 / 7478809472


।। স্কুল আছে ছাত্র-ছাত্রীর অভাব ।।

  • DEMAND (প্রশ্ন/চা‌হিদা) | Mar 10, 2023

নিজস্ব'প্রতিনিধি,ডায়মন্ড হারবার; ডায়মন্ডহারবার এক নম্বর ব্লকের কানপুর ধনবেরিয়া গ্রাম পঞ্চায়েতের রত্নেশ্বরপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ।১৯৬৩ সালে প্রথমে এই স্কুলটি স্থাপিত হয় যা আশেপাশে কোন স্কুল ছিল না ।

 

নিজস্ব চিত্র !

 

নিরক্ষতা দূরীকরণের নিরিখে সাক্ষরতার হ্রাস বৃদ্ধি করবার জন্য এমনই পরিকল্পনা নিয়েছিল সরকার ।কিন্তু কোথায় কি বর্তমানে ছাত্রের সংখ্যা দিনকে দিন কমতে শুরু করেছে ।বর্তমানে রয়েছে দুজন শিক্ষিকা বাইশ জন পড়ুয়াদের নিয়ে চলে পঠন পাঠন ।তবে প্রতিদিন আবার এত ছাত্র-ছাত্রীদের লক্ষ্য করা যাই না বলে দাবি এই শিক্ষিকাদের ।শিক্ষিকাদের আরো দাবি আশেপাশে অনেক স্কুল গজিয়ে উঠেছে যার ফলে ছাত্র-ছাত্রীদের সংখ্যাটা অনেকটাই কম ।১০ কিলোমিটার মধ্যে আরো অনেক প্রাইমারি স্কুল আর পাঁচ কিলোমিটারের মধ্যে অনেক কেজি স্কুল গজিয়ে ওঠার কারনে রত্নেশ্বরপুর গ্রামের পড়ুয়ারা এখন আর দেখাই যায় না স্কুলে ।।