।। রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের তত্ত্বাবধানে কিশোর সমাবেশ ।।
- জেলার চালচিত্র | Feb 14, 2023
নিজস্ব'প্রতিনিধি,কাকদ্বীপ; দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের গোবিন্দরামপুর নতুনবাজার পার্শ্ববর্তী ময়দানে কিশোর সমাবেশের উদ্বোধন করেন প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ওরফে কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্টু রাম পাখিরা ।রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের চলমান বাহিনীর
নিজস্ব চিত্র !
ব্যবস্থাপনায় প্রতিবছর সুন্দরবনের প্রত্যন্ত এলাকার কিশোর-কিশোরীদের নিয়ে এলাকা ভিত্তিক বিভিন্ন খেলাধুলা এবং সমাবেশের আয়োজন করা হয় ।আজকের অনুষ্ঠানে জাতিয় পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা করা হয় ।আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মন্টু রাম পাখিরা, সুন্দরবন সেবাঙ্গনের সম্পাদক কিশোর বেরা, সভাপতির ডাক্তার সুভাষ আদক, প্রদীপ গুছাইত, কৃষ্ণেন্দু মাইতি, বিকাশ জানা প্রমূখ ।।