
।। ডেঙ্গুর আতঙ্কে ডায়মন্ড হারবার পৌরসভা এলাকায় ।।
- জেলার চালচিত্র | Nov 02, 2022
নিজস্ব'প্রতিনিধি,ডায়মন্ড,হারবার; ডেঙ্গু প্রকোপ নিয়ে শঙ্কায় দক্ষিণ ২৪ পরগনা জেলাবাসী ।দিকে দিকে ডেঙ্গু সংক্রমন প্রভাব পরছে ।কতটা তৎপর
নিজস্ব চিত্র !
প্রশাসন ?শহর ছাড়িয়ে গ্রামে কি লক্ষ্য দিচ্ছে প্রশাসন ।দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে জেলার বার্তার প্রতিনিধিরা তুলে ধরছে সেই প্রতিবেদন ।প্রশাসনকি তৎপর হবে কি ডেঙ্গু মোকাবিলায় ।সেতো সময়ই বলবে ।