খবরের জন্য

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


।। নামখানা ব্রীজ পথ অবরোধে শামিল বিজেপি নেতৃত্ব ।।

  • ফ্যাক্ট ফাইল | Sep 08, 2022

নিজস্ব প্রতিনিধি,কাকদ্বীপ; নামখানা হাতানিয়া দেয়ানিয়া ব্রিজের ওপর পথ অবররোধ ।দীর্ঘ সময় বন্ধ জান চলাচল ।বিজেপির সাগর মন্ডল 5 এর ডাকে সভাপতি অনুপ সামন্তের নেতৃত্বে শতাধিক বিজেপি কর্মীদের উপস্থিতিতে নামখানার


নিজস্ব চিত্র !

 

117 নম্বর জাতীয় সড়ক হাতা নিয়ে দোয়া নিয়ে ব্রিজের ওপর পথ অবরোধ ।এই পথ অবরোধ এর মূল দাবি অবিলম্বে ব্রীজের উপর লাইট পোস্টে আলো দিতে হবে ।যতক্ষণ না প্রশাসন এসে সদুত্তর দেবে ততক্ষণ এই অবরোধ চলবে বলে জানা যায় ।