।। চোর ধরো, জেল ভরো ।।
- ফ্যাক্ট ফাইল | Sep 02, 2022
নিজস্ব প্রতিনিধী,মন্দির বাজার; চোর ধরো, জেল ভরো ।এই দাবিতে রবিবার সরব হল মথুরাপুর সাংগঠনিক জেলা বিজেপি ।মগরাহাট এক নম্বর ব্লকের তিন নম্বর মন্ডলের সভাপতি তাপস হালদারের নেতৃত্বে শতাধিক বিজেপি সর্মথকদের
নিজস্ব চিত্র !
নিয়ে মিছিল বেড় হয় ।একতারা গ্রাম পঞ্চায়েতের আটপাড়া,সাধুখাঁরদাঁড়ি,মহিষামুড়ী তিনটি এলাকা প্রতিবাদ মিছিলের মধ্য দিয়ে কর্মসূচী নেওয়া হয় ।আকাশ জুড়ে ছিল মেঘ ।আর মেঘে ঢাকা আকাশের নিচে আঁধার নামা পথে আগুন হয়ে উঠলো পদ্ম ঝাণ্ডার মিছিল ।যে মিছিলে অংশ নিলেন শ্রমজীবী মানুষ থেকে বিজেপির সর্মথকরা । বিউরো রিপোট জেলার বার্তা ।