খবরের জন্য

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


।। গঙ্গাসাগরের শিক্ষকের রহস্য মৃত্যু ।।

  • ফ্যাক্ট ফাইল | Aug 19, 2022

নিজস্ব প্রতিনিধি,সাগর:; শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার ।অস্বাভাবিক

নিজস্ব চিত্র !

 

মৃত্যু ঘিরে রয়েছে রহস্য। কি কারনে এমন মৃত্যুর ঘটনা?মৃত হারাধন দাস ।বাড়ি সাগরের রুদ্রনগর গ্রামে। গোবিন্দপুর স্কুলে শিক্ষক ছিলেন তিনি ।আজ সকালে প্রতিবেশিরা দেখে গাছে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। পরিবারের পক্ষ থেকে বলা হয় অবসাদের কারন।সাগর ব্লকের প্রাইমারির শিক্ষক সমিতির সভাপতি ।তিনি কেন অবসাদ গ্রস্থ হবেন? সম্প্রতি টেট কেলেঙ্কারিতে মৃত হারাধন দাসের শালা অরুপ পাত্রের চাকরী যায় ।বেশকয়েক জন টাকা দিয়ে চাকরি না পেয়ে তাকে চাপ দিচ্ছিল। না। এ আমাদের কথা নয় এলাকাবাসিরা বলছে ।তবে এবিষয়ে স্থানীয় শাসকদল এড়িয়ে যাচ্ছেন - তাদের পরিস্কার বক্তব্য অবসাদ থেকে মৃত্যু।
সে কারনে কি মানসিক অবসাদ ।না কি নেপথ্য রয়েছে অন্য কোন কারন তদন্তে সাগর থানার পুলিশ।মৃতদেহটি ময়না তদন্তে পাঠান হয় কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ।