।। পুর্নবাসনের আগে উচ্ছেদ ।।
- পৌর বার্তা | Aug 13, 2022
নিজস্ব প্রতিনিধি ,ডায়মন্ড হারবার: উচ্ছেদ ডায়মন্ড হারবার এলাকার দুটি ওয়াডের স্বাধীনতার পর থেকে বসবাস কারীরা আজ বাস্তুহারার মুখে ।তাদের
নিজস্ব চিত্র !
অপরাধ রেলের জায়গার উপর বসবাস করছে দুটি ওয়ার্ড বাসী ।হাইকোর্টের নির্দেশে রেল কলোনি উচ্ছেদ ঘিরে উত্তেজনা ছড়ালো ডায়মন্ড হারবার পুরসভার ৯ ও ১০ নং ওয়ার্ডের রেল কলোনি এলাকায় ।রেল কলোনিতে বসবাসকারী দুটো পরিবারের মধ্যে আদালতে মামলা চলছিলো ।সেই মামলায় হাইকোর্ট নির্দেশ দেন রেল কলোনিতে থাকা সমস্ত পরিবারকে উচ্ছেদ করতে হবে ।হাইকোর্টের নির্দেশ মত রেলের পক্ষ থেকে শুক্রবার ডায়মন্ড হারবার পুরসভার রেল কলোনিতে শুক্রবার উচ্ছেদ অভিযানে আসেন রেলের কর্তারা সঙ্গে থাকেন বিশাল রেলপুলিশ বাহিনী। অন্যদিকে উচ্ছেদের বিরুদ্ধে সকাল থেকে প্ল্যাকার্ড হাতে একশ সতেরো নম্বর জাতীয় সড়কের পাশে প্রতিবাদ শুরু করেন রেল কলোনির বাসিন্দারা ।ঘটনায় কয়েক হাজার পরিবার প্রতিবাদে সামিল হন ।পরবর্তী সময়ে ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার ও ডায়মন্ড হারবারের এসডিপও মিতুন দে রেলের আধিকারিকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । বিধায়কের দাবী বাইট ।ঘটনার পর থেকে আতঙ্কিত এলাকাবাসী ।স্বাধীনতার পর থেকে বসবাস কারিদের এমন পরিস্থিতি এভাবে ঘোলাজলে মাছ ধরতে হবে জানতো কেউ। অথচ রেলের জায়গার উপর দীর্ঘদিন ধরে পুরসভার ট্যাক্স বহন করছে ডায়মন্ড হারবার পুরসভা ।যদিও আস্বাস দিয়েছেন ডায়মন্ড হারবার বিধায়ক পান্নালাল হালদার । খেটে খাওয়া মানুষের এযন্ত্রনা কতোদিন বয়ে নিয়ে বেড়াবে তারা ।এযেন লাখ টাকার প্রশ্ন । বিউরো রিপোট ছেলার বার্তা ।