খবরের জন্য

যোগাযোগ :- 8016367537/8648868278


Email ID: zillarbartaoffical@gmail.com


Registration No: WB-18-0064025

বিজ্ঞাপনের জন্য

যোগাযোগ :- 7478809472


গঙ্গা মায়ের আরাধনায় মত্ত মৎস্যজীবী মহল।

  • চাষী ভাই বলছি | Aug 02, 2022

নিজস্ব প্রতিনিধি,কাকদ্বীপ ঃবৃষ্টির ভ্রুকুটিতে একদিকে যেমন চাষে বিগ্ন ঘটছে । অন্যদিকে মৎস্যজীবীদের জালে ধরা দিচ্ছে না মরশুমের রূপালী শস্য ইলিশ। ঘাটতি অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে সুন্দরবন মৎসজীবীদের। পাঁচ বছর মাছ নেই । করোনা মহামারীতে অর্থনৈতিক ভেঙে পড়েছে সুন্দরবন জুড়ে। বেকারত্বের জ্বালাটা যেন ধীরে ধীরে অনেকটা বহিঃপ্রকাশ হয়েছে। বিগত পাঁচ বছর ধরে মাছ না পেয়ে হতাশায় দিনগুনতে হচ্ছে সুন্দরবনের মৎস্যজীবী মহল। চলতি বছরে ট্রলার দুর্ঘটনা জর্জরিত করে তুলেছে মৎস্যজীবী পরিবারদের। সংকট কাটিয়ে উঠতে গঙ্গা মায়ের আরাধনায় শুরু করল কাকদ্বীপ মৎস্যজীবী পরিবার । কাকদ্বীপের হারবারে গঙ্গা মাকে তুষ্ট করতে শুরু হলো গঙ্গা মায়ের আরাধনা । বিশ্বাস আর ভক্তিতে মা তুষ্ট হলে ধরাশায়ী দেবে ইলিশ। হাতে আসবে পয়সা আর দুশ্চিন্তা দূর হবে। এমনটাই আশাবাদী মৎস্যজীবী মহলে। এমনকি দুর্ঘটনাও এড়িয়ে যাবে বলে মনে করছেন মৎস্যজীবীরা।

নিজস্ব চিত্র

 

ঘটা করে মায়ের আরাধনা শুরু করেছে কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের মৎস্যজীবী পরিবারেরা।চলতি বছরে আষাঢ়ের শুরুতেই তেমন একটা বৃষ্টি নেই। বৃষ্টি নেই শ্রাবণ মাসেও । ফলে ঘাটতি থেকেই গেল এবারের ইলিশ ব্যবসায়ীদের। যে ব্যবসা সারা বছরের উপার্জনের দিক খুঁজে দেয়। সেই ব্যবসা নেই বলে দাবি মৎস্যজীবীদের। ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বঙ্গোপসাগরের নোনা জল থেকে বঙ্গোপসারের খোকা ইলিশ।

নিজস্ব চিত্র

 

ফলে ক্ষতির মুখে পড়তে হচ্ছে মৎস্যজীবীদের । সরকারি এতো কড়া নিষেদ্ধাঞ্জা থাকলেও কোথায় ব্যবসা ? শুধু ঘাটতি আর ঘাটতি । সব অবসান কাটিয়ে আবারো ঘুরে দাঁড়াবার জন্য গঙ্গা মায়ের আরাধনা নেমেছে মৎস্যজীবী মহল । মায়ের কৃপায় চলতি বছরে ঘুরবে । আদৌ কি মৎস্যজীবী পরিবারদের ধরাশায়ী দেবে ইলিশ । হাতে আসবে অর্থ। মুখে ফুটবে হাসি। সেই অপেক্ষায় দিন গুনছে, সুন্দরবনের হাজার হাজার মৎস্যজীবীরা।