গান্ধী জয়ন্তী ২০২১ ।
- সম্পাদকীয় কলম | Oct 02, 2021
মোহনদাস করমচাঁদ গান্ধী যাকে আমরা মহাত্মা গান্ধী নামে চিনি । তিনি হাজার ১৮৬৯ সালে ২ অক্টোবর পোরবন্দর হিন্দু পরিবারে জন্মগ্রহন করেন ।তিনি ছিলেন ভারতের অবিসংবাদিত নেতা ।ভারতের এক অদ্বিতীয় জনক । তিনি অহিংস আন্দোলনের সূচনা করেছিলেন ।
তিনি গোটা ভারত এবং বিশ্বজুড়ে মহান আত্মা (মহাত্মা) এবং বাপু (বাবা) নামে পরিচিত ।গান্ধী চেয়েছিল ইংরেজদের হাত থেকে দেশকে মুক্ত করতে। সে জন্য তিনি অহিংস আন্দোলনের ডাক দিয়েছিলেন ।এই মহান নেতার স্মরণে ২০০৭ সালের ১৫ ই জুন জাতিসংঘ এক সাধারন সভায় মহাত্মা গান্ধীর জন্মদিনকে গান্ধী জয়ন্তী বলে ঘোষণা করেন । সেই থেকে ২ অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস অথবা গান্ধী জয়ন্তী নামে পরিচিত ।